ব্রাহ্মণবাড়িয়ায় গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আজ ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানরে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম,বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম । প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, আজকের এই দিনে পাক হানাদার বাহিনীরা অপারেশন সার্চ লাইটের নামে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নৃশংস হত্যাযজ্ঞ চালায়। শুধু তাই নয় দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত পাক বিহিনীরা এ দেশের বুদ্ধিজীবীসহ মুক্তিকামী মানুষকে হত্যা করেছে। তিনি এ সময় সরকার কর্র্তৃক এ দিনটিকে গনহত্যা দিবস হিসেবে ঘোষনা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শহীদদের স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।