বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক : ঢাকায় পুলিশ বক্সে আত্মঘাতী বিস্ফোরণের পর নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
মার্কিন দূতাবাস শনিবার রাতে এক টুইটার বার্তায় এ তথ্য জানায়।
টুইট বার্তায় বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছে।
বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবর পর্যবেক্ষণের পরামর্শও দেয়া হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশ বক্সে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।