মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শরীর-যৌনতা নিয়ে ভারত এখনও বেশি লাজুক

বিনোদন ডেস্ক : সিনেমায় খোলামেলা চরিত্রে অভিনয়ের জন্য বেশিরভাগ সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন বলিউডের সুন্দরী অভিনেত্রী রাধিকা আপ্তে।স্বচ্ছ পোশাকে ফটোশুট করে কয়েকদিন আগে আলোচনায় এসেছিলেন ‘অহল্যা’ অভিনেত্রী। এবার শরীর, যৌনতা নিয়ে নিন্দুকদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী রাধিকা। তার মতে, ‘শরীর, যৌনতা নিয়ে ভারত এখনও বেশি লাজুক।’

রাধিকার আগামী ছবি ‘প্যাডম্যান’। বাস্তব একটি ঘটনাকে কেন্দ্র করে ছবিতে এমন একজন মানুষের গল্প বলা হয়েছে যিনি স্যানিটারি ন্যাপকিন বানিয়ে বিপ্লব তৈরি করেছিলেন। এই কাজে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যাকে। ঘটনার নেপথ্যে রয়েছেন তামিলনাড়ুর সমাজ সংস্কারক অরুণাচলম মুরুগাননাথম।

এই সিনেমা সাধারণ মানুষের মন থেকে যৌনতা বা শরীর নিয়ে লজ্জা দূর করতে পারবে বলে আশাবাদী রাধিকা। তার কথায়, ‘আমাদের দেশে যৌনতা, শরীর নিয়ে আলোচনায় লজ্জা পায় মানুষ। শরীর বা যৌনতা যেন একটি সমস্যা।’

তবে এসব নিয়ে চুপ করে থাকার বদলে খোলামেলা আলোচনা করলে সাধারণ মানুষও বিষয়গুলিকে সহজভাবে নিতে পারবে বলেই মত এই অভিনেত্রীর। তার কথায়, ‘আজকের প্রজন্মের উচিত এসব বিষয়ে খোলামেলা আলোচনা করা। তাতে সমস্যা কমবে। যৌনতা বা শরীর নিয়ে আলোচনার মানুষ কম। সাহস করে এগিয়ে এলে আমরা এর সুফল পাব।’

এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন রাধিকা। বিশেষ চরিত্রে সঙ্গে থাকবেন সোনম কাপুর। টুইংকেল খান্নার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন নির্মাতা আর বালকি। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর