সরাইল বিশ্ব রোড মোড়ের খাঁটি মধু বিক্রেতা থেকে সাবধান !
নিজস্ব প্রতিবেদক : সরাইল বিশ্বরোড মোড়ের খাঁটি মধু বিক্রেতার থেকে সাবধান। এরা যে খদ্দের কে একবার বাগে পায় তার পিছু আর ছাড়বে না যতক্ষণ না খাঁটি মধু নামের চিনির শিরা আর রঙ মিশানো ফ্লেভার বিক্রি না করবে। মধু নামের বিষ খাওয়ানো হচ্ছে সাধারণ মানুষকে। তারা অপরিচিত লোক দেখলেই তাদের পিছু নেয়, এসময় এই সিন্ডিকেটের তিন চার জন লোক বিভিন্ন কৌশল অবলম্বন করে বিক্রেতাকে ফাঁদে ফালানোর জন্য। গাড়ী থেকে কোন যাত্রী নামা মাত্রই তাদের সামনে বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা চালায়। তারা সাধারণ মানুষকে বলে বেড়ায় যেন এইমাত্র মধুর চাক ভেংগে মধু নিয়ে এসেছে বিক্রির জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক জনের সংগে আলাপ করে যানা যায় তারা প্রতিদিনই সকাল হলে নেমে পড়ে বিশ্ব রোড মোড় থেকে। তাদের কাজ হলো খাটি হাতা থেকে কুট্রাপাড়া মোড় পর্যন্ত, যাত্রীদের ফুসলিয়ে তারা মধু বিক্রির নানান কৌশল অবলম্বন করে। একজন থাকে কাছ থেকে এসে বলে ভাই আমারে অল্প করে দেন আপনের মধু ভাল দেইখা নিতাছি আমার টেহা (টাকা) নাই নাইলে সবডা নিতাম। তখন মানুষ ভাবে এই লোক যখন নিচ্ছে তাহলে আমি ও নিয়ে যাই। এই প্রতিবেদন নেয়ার সময় স্থানীয় এক লোক বলে ভাই এদের হাত খুব বড়, এরা এইডা জানলে যে তাদেরকে নিয়ে লেখালেখি হচ্ছে তাইলে আপনাকে ও আক্রমণ করবে।
আজ সরেজমিনে দেখা যায় কয়েক যাত্রী ব্যাক্তিগত গাড়ী থেকে নেমে নাস্তার জন্য হোটেলে ঢুকা মাত্র তাদের সামনে এমন অভিনয় যেন এর চেয়ে খাঁটি মধু আর এদেশে নাই। পাত্রের মধ্যে কিছু মৌ মাছি ফেলে শুরু হয় প্রতারণা। আর কি মেঘ না চাইতে বৃষ্টি যাত্রীরা তাদের ফাদে পা দিয়ে কিনে নিলো সেই মধু নামের খাঁটি চিনির শিরা। পরে স্থানীয় এক দোকানী বলেন, ভাই এইভাবে ই প্রতিদিন ঠকানো হচ্ছে সাধারণ মানুষ কে,আর সরাইলের মানুষ সম্মন্ধে খারাপ ধারনা নিয়ে যাচ্ছে মানুষ গুটি কয়েক লোকের জন্য।