সউদি আরবে ২৭ মে রোজা শুরুর সম্ভাবনা
আন্তর্জাতিক ডেস্ক :সউদি আরবে এ বছর পবিত্র রমজান আগামী ২৭ মে, শনিবার শুরু এবং মাসটি ২৯ দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে।কাউন্সিল অব সিনিয়র স্কলারস-এর সদস্য শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল-মানি’র উদ্ধৃতি দিয়ে দৈনিক আল মদিনা পত্রিকা এ খবর দিয়েছে।
আল-মানি বলেন, রমজানের আগের মাস শা’বান হবে ৩০ দিনে। ২৪ জুন হবে শেষ রোজা এবং ঈদুল ফিতর হবে ২৫ জুন, রবিবার।
পবিত্র মক্কায় হিজরি মাস গণনার জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবনিকাশের ওপর ভিত্তি করেই আল-মানি এ বিবৃতি দিয়েছেন। তাঁর মতে, এ বছর হজের মাস শুরু হবে ২৩ আগস্ট, বুধবার এবং মাসটি হবে ২৯ দিনের। সেই হিসেবে হজের সমাপনী দিন অর্থাৎ আরাফাতের দিন হবে ৩১ আগস্ট বৃহস্পতিবার । তাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর, শুক্রবার।