যশোরে অজ্ঞাত সুড়ঙ্গ নিয়ে জনমনে নানা প্রশ্ন
যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুর-নওয়াপাড়া সড়কের হোগলাডাঙ্গা এলাকার দুটি সুড়ঙ্গ ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মাত্র এক ফুট নীচে একশ গজের ব্যবধানে দুইটি সুড়ঙ্গ করা হয়েছে। এ সুড়ঙ্গ নিয়ে এলাকার মানুষের মনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে সুড়ঙ্গ করায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এমন সুড়ঙ্গের কথা জানতে পেরে প্রতিদিন অসংখ্য উৎসুক জনতা সেখানে ভিড় করেছে। সুড়ঙ্গ ঘিরে মনিরামপুর তথা ওই এলাকায় নানা গুঞ্জন চলছে। অনেকের ধারণা চোরাকারবারিরা সীমানা পিলারের পিন (ম্যাগনেট) খুঁজতে এই সুড়ঙ্গ বানিয়েছে। অনেকে আবার বলছে, রাতে মোবাইল নিয়ে এ পথ দিয়ে গেলে হঠাৎ করে মোবাইল জ্বলে উঠে। এজন্য চক্রটি সেখানে ম্যাগনেট আছে ধারণা করে সুড়ঙ্গ তৈরি করছে।
স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মনিরামপুর উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, সড়কে দুটি সুড়ঙ্গ করায় এখন যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।