এবার হোমনায় চোর আতংকে মানববন্ধন ! যেখানে নির্ঘুম রাত কাটে মানুষের
হোমনা প্রতিনিধি : এবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সীমানালগ্ন কুমিল্লার হোমনা উপজেলায় চোর আতংকে মানববন্ধুন করতে হয়েছে।কারন হিসেবে এলাকাবাসী জানায়,চুরি, ডাকাতি, মাদক, চাঁদাবাজির দৌরাত্মে একটি গ্রামের মানুষের জীবন অতিষ্ট হয়ে পড়েছে। সাহস করে কেউ মুখ খুলতেও পারছে না। কোথাও বলতে পারছে না তাদের অসহায়ত্বের কথা। সারাক্ষণ এক অজানা আতঙ্কে ভুগে গ্রামের বেশীরভাগ নারী-পুরুষ। কুমিল্লার হোমনা উপজেলার তিতাস নদী পাড়ের নালাদক্ষিণ গ্রামের এমনই চিত্র ফুটে উঠেছে একটি মানবন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শত-শত নারী-পুরুষের বক্তব্যে।
মানব বন্ধনে বক্তারা বলেন,‘কারো ঘরের সর্বস্ব চুরি করে নিয়ে গেলেও ভয়ে বিচার চাইতে পারবো না ?’
তাদের মতে,নালাদক্ষিণ গ্রামটিতে নানা রকম দূর্ঘটনা নিত্যদিন ঘটেই চলেছে। চাঁদাবাজি,মাদকের আড্ডা,গরু চুরী,সিঁেদেল চোর ও প্রভাব খাটিয়ে কিছুদিন আগে ঐ গ্রামের এক ব্যক্তির দুটি গরুকে লোহার শেকলে নয়টি তালা দিয়ে আটকিয়ে রেখে অমানবিক নির্যাতনের ঘটনাাটি সাংবাদিকদের খুলে বলেন।
গ্রামবাসীর মতে, নিত্যদিন এতো বেআইনী ঘটনা ঘটলেও প্রশাসন নিশ্চুপ।ভূক্তভোগীরা কোনটারই বিচার পাচ্ছে না বলে তারা মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছেন।
গতকাল বুধবার দুপুরে হোমনার নালা দক্ষিন গ্রামবাসীর উদ্যোগে এলাকায় চুরি, ডাকাতি, মাদক, চাঁদবাজি, অপরাধীদের স¤্রাজ্য বিস্তাররোধ ও মো. ওয়ালী উল্লাহ ফকিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় বাজারে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রকৃত চিহ্নিত চোরদের বিচার চেয়ে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. ওয়ালী উল্লাহ ফকীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মো. আমান উল্লাহ, গ্রামের সাবেক ইউপি সদস্য খাদিজা আক্তার, বর্তমান ইউপি সদস্য আবদুছ সোবহান, মো. কাশেম, পারভীন আক্তার প্রমুখ।