ওবামার মেয়েকে নিয়ে টানাটানি! (ছবিসহ)
বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ওবামাকে নিয়ে হলিউডের বড় বড় পরিচালক ও প্রযোজকরা টানাটানি শুরু করেছে। এরই মধ্যে তারা কয়েকবার প্রস্তাব নিয়ে মালিয়ার কাছে হাজিরও হয়েছেন। কিন্তু তাতে কোনো পাত্তা দেননি সাবেক প্রেসিডেন্টের মেয়ে। কারণ পরিচালক প্রযোজকরা যে প্রস্তাব দিচ্ছেন তাতে তার আগ্রহ নেই।
মালিয়ার লেখাপড়া এখনো শেষ হয়নি। তার আগেই তিনি হলিউডের একটি প্রডাকশন হাউসে ইন্টারনি শুরু করেছেন। তার ইচ্ছা ক্যামেরার পেছনে কাজ করার। কিন্তু এরই মধ্যে অনেক জনপ্রিয় পরিচালক ও প্রযোজক তাকে নানাভাবে ক্যামেরার সামনে মডেল ও নায়িকা হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু তাতে তিনি কোনো আগ্রহ দেখাননি কারণ তিনি ক্যামেরার পেছনে কাজ করতে চান।
মালিয়া ও সাশাবারার ওবামার দুই মেয়ে, মালিয়া (সামনে) ও সাশা (পেছনে) ।
আর তাকে নিয়ে টানাটানি করার কারণ হলো তার আকর্ষণীয় চেহারা এবং বয়স এখন মাত্র ১৮ বছর। উচ্চতাও প্রায় বাবার সমান, ছয় ফুট এক ইঞ্চি। তাই আমেরিকার জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘আমেরিকাস নেক্সট টপ মডেল’ ও ‘প্রজেক্ট রানওয়ে’ও তাকে মডেলিং করার প্রস্তাব দিয়েছে।
জনপ্রিয় সেলেব্রেটি ব্লগ ‘নটি গসিপ’য়ে বলা হয়, মালিয়ার শারীরিক গঠন খুবই সুন্দর এবং মডেলিংয়ের জন্য খুবই উপযোগী। প্রজেক্ট রানওয়ে কয়েকবার তাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু তিনি সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি ক্যামেরার সামনে কাজ করতে চান না। ক্যামেরার পেছনেই তার আগ্রহ।
মালিয়া ওবামাবাবা বারাক ওবামার সঙ্গে মালিয়া ওবামা। বাবার মতো তারও উচ্চতা ও শারীরক গঠন খুবই আকর্ষণীয়। তার উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি।
ব্লগটির আগের রিপোর্টে বলা হয়, ‘মালিয়া সিনেমা ও টিভি বিজনেস পছন্দ করেন। কিন্তু জনপ্রিয় হওয়ার জন্য কখনো ক্যামেরার সামনে আসতে চান না। সে তার বাবার মতোই হয়েছে।’