মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফিক্সিং করেছিলেন আকরাম-ইনজামামও!

news-image

স্পোর্টস ডেস্ক :ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত পাকিস্তান ক্রিকেট। দিন যাচ্ছে আর বেরিয়ে আসছে চমকপ্রদ সব তথ্য। সর্বশেষ ফিক্সিং নিয়ে রীতিমতো বোমা ফাটালেন দেশটির কিংবদন্তি স্পিনার আব্দুল কাদির।

সাবেক এই স্পিনার জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম, ইনজামাম উল হক, মোশতাক আহমেদ, আতাউর রহমান এবং সেলিম মালিকের মতো অনেক ক্রিকেটার ফিক্সিংয়ে জড়িত ছিলেন। এমনকি তিনি ফিক্সিংয়ে জড়িত থাকা ক্রিকেটারদের ফাঁসির দাবিও করেছেন।

পাকিস্তানের দ্যা এক্সপ্রেস ট্রিবুনকে আবদুল কাদির বলেন, ‘ওয়াসিম আকরাম, ইনজামাম উল হক ও মোশতাক আহমেদকে ফাঁসি দেয়া উচিৎ। তারা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে প্রথম জড়িয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ এনে সুষ্ঠ তদন্ত করা দরকার।’

তিনি আরো বলেন, ‘আতাউর রহমান ও সেলিম মালিক ম্যাচ পাতানোর সাথে জড়িত ছিল। ২০০০ সালে আকরাম, ইনজামাম, মোশতাকরাই তাদেরকে ফিক্সিংয়ে সাথে যুক্ত করেছিল। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। পিসিবির সঙ্গে যুক্ত থাকায় তারা ছাড় পেয়ে যায়।’

উল্লেখ্য, কিছুদিন আগে দুবাইতে পিএসেলের প্রথম ম্যাচের পরই ফিক্সিংয়ে জড়িত থাকার তীব্র অভিযোগ ওঠে দুই পাকিস্তানি ওপেনার শারজিল খান ও খালিদ লতিফের বিরুদ্ধে।

অভিযোগের সত্যতা পাওয়ায় সব ধরণের ক্রিকেট থেকে এই দুজনকে সাময়িক নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর একে একে নিষিদ্ধ হয়েছেন নাসির জামসেদ, মোহাম্মদ ইরফান এবং শাহজাইব হাসান।

এ জাতীয় আরও খবর