সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নেশা ছাড়লেন শাহরুখ খান!

news-image

 

বিনোদন ডেস্ক :সন্তানদের ভালবেসে, সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য নেশা ছাড়ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতীয় গনমাধ্যমের এমন খবরে তোলপাড়া বলিপাড়া।
৫০ বছর বয়সে আব্রামের বাবা হয়েছেন, ছোট ছেলের সঙ্গে যথেষ্ঠ সময় কাটাতে পারেন? এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে কিং খান বলেন, ‘৫০ বছরে বাবা হওয়া সত্যিই অসাধারণ। এটি আমাকে আরও বেঁচে থাকার সাহস দেয় এবং ভালোবাসাকে আরো ভালো করে উপলব্ধি করতে শেখায়। এমনকি আমি আমার সন্তানদের সঙ্গে আরও ২০-২৫ বছর কাটাতে চাই। যার ফলে আমাকে সুস্থ জীবন যাপন করতে হবে। তাই ধূমপান ও মদ্যপান বাদ দেওয়ার পরিকল্পনা করছি।’

খুব অল্প বয়সে তিনি তার মা বাবাকে হারিয়েছেন শাহরুখ খান। তিনি চান না, তার সন্তানেরাও তার অভাব অনুভব করুক। তাই নেশা ছাড়ার পরিকল্পনা করেছেন তিনি। যদিও এর আগে বহুবার নেশা ছাড়ার কথা বলেও সেটি রাখতে পারেননি তিনি।