২০ ধাপ এগোলেন মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক :কলম্বো টেস্টে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন মুস্তাফিজুর রহমান। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার।
মঙ্গলবার প্রকাশিত আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে মুস্তাফিজ এক লাফে ২০ ধাপ এগিয়েছেন। ‘কাটার মাস্টার’ ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে ৪৭তম অবস্থানে আছেন।
কলম্বো টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ৫ উইকেট নেন ২০১৫ সালের জুলাই-আগস্টের পর এই সিরিজ দিয়ে টেস্টে ফেরা মুস্তাফিজ। কলম্বো টেস্টে ৬ উইকেট নেওয়া সাকিব আল হাসান একধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন।
রাঁচি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে বোলারদের র্যাঙ্কিংয়ে এককভাবে শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। এই টেস্ট শুরুর আগে ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে আরেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। তবে রাঁচি টেস্টে ৯ উইকেট নিয়ে এখন এককভাবে শীর্ষে জাদেজা। তার রেটিং পয়েন্ট ৮৯৯। ৩৭ পয়েন্ট হারিয়ে দুইয়ে নেমে যাওয়া অশ্বিনের রেটিং এখন ৮৬২।
কলম্বো টেস্টে ৭ উইকেট নেওয়া শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ একধাপ এগিয়ে তিন নম্বরে আছেন। তিন থেকে চারে নেমে গেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ৮ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৭তম স্থানে উঠে এসেছেন।