বাঞ্ছারামপুরে ২ ইউনিয়নে মোট প্রার্থী ১১৩ !
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : বাঞ্ছারামপুরে দলের নির্দেশ অমান্য করে যারা দরিয়াদৌলত ও আইয়ূবপুর ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের এক্সট্রা মনে করে দলের নির্দেশ অমান্য করলে চীরতরে বহিস্কারের ঘোষনা দিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের।আজ মঙ্গলবার বিকেলে তিনি এমন নির্দেশ দিয়েছেনে বলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডট.কমকে জানান।অন্যদিকে আ.লীগের ৬ এক্সট্রা চেয়ারম্যান প্রার্থী নেতাদের-বহিস্কারের হুমকি পর বিএনপি দলীয় ২ ইউপিতে এখনো ঘুমিয়ে আছে বলে জানা গেছে।
আগামী ১৬ এপ্রিল-ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৪টি ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কমিশননের প্রধান কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, বাঞ্ছারামপুর সদর ইউপি ও ছলিমাবাদে ২ সদস্য পদে মেম্বার প্রার্থীসহ আইয়ূবপুর-দরিয়াদৌলত ইউপিতে মোট প্রার্থীর সংখ্যা ১ শত ১৩ জন।
মোট ভোটার দরিয়াদৌলতে ১৫ হাজার ৩ শত ৫৯ ও আইয়ূবপুরে ১৩ গহাজার ৮ শ ৮ জন ভোটার।নারী-পুরুষের হার প্রায় সমান।
চেয়ারম্যান পদে দরিয়াদৌলতে ৭ জন ও আইয়ূবপুরে ৩ জন প্রার্থী।প্রার্থীতা প্রত্যাহার করার শেষ দিন ২৮ মার্চ।
গত ২০ মার্চ সোমবার আ.লীগের প্রার্থীরা তাদের স্ব-স্ব নেতাকর্র্মীদের নিয়ে জাকজমকপূর্ণভাবে ঢোল-বাদ্যি বাজিয়ে মনোনয়নপত্র জমা দিলেও,পিছিয়ে ছিলো বিএনপির প্রার্থীরা।তারা অনেকটা দায়সাড়া ভাবে কোনরকম মান রক্ষার্থে মনোনয়নপত্র জমা দিয়ে আড়ালেই চলে যান।
এদিকে, আগামী ২৮ মার্চের পর আ.লীগের যে সব প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন,তারা যদি তা প্রত্যাহার না করেন, তবে, দল থেকে বহিস্কারের হুংকার দিয়েছে দলের হাইকমান্ড।সর্বেেশষ এই প্রতিবেদককে জানিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা ্আওয়ামী লীগের নেতারা।
আইয়ুবপুর ও দরিয়াদৌলত ইউপির স্থানীয় জনগনের প্রশ্ন হচ্ছে এই চেয়ারম্যান ও মেম্বার পদে ১১৩ জন মনোনয়ন জমাদানকারী প্রার্থী ভোটারদের কতোটুকু মূল্যায়ন করবেন ।ভোটাররা মনে করছেন, বিএনপি প্রার্থীরা সরকার দলীয় প্রার্থীরা ‘অটোপাশ’ সিষ্টেমে বিজয়ী হয়ে যাবেন-এমন ধারনা থেকে নির্বাচনী প্রচারনা থেকে বিরত রাখবেন।অন্যদিকে,আওয়ামীলীগের প্রার্থীরা মনে করছেন ‘আমরা তো আমরাই ’।অযথা,ভোটারদের বাড়ী বাড়ী যেয়ে কষ্ট ও অর্থ খরচ করে লাভ কী।তারচে বরং দলের নেতাকর্মীদের পেছনে সময় দিলে হাই কমান্ড খুুশী হবে।
বিএনপি ও আওয়ামী লীগের নির্বাচন নিয়ে এমন খামখেয়ালীপূর্ণ ধারনা কে উল্টে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা।অন্নদিকে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক যুগ্মসচীব মো.সিরাজুল ইসলাম মঙ্গলবার বেলা ২.৫০ মিনিটে একান্ত সাক্ষাৎকারে বলেন. বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ও আইয়ূবপুর ইউপিতে আওয়মীলীগের যে একাধিক সদস্য মনোনয়নপত্র দাখিল করেছের তারা যদি ২৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার না করে তবে তাদের দল থেকে বহিস্কার করা হবে।দলের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে ও বাঞ্ছারামপুর আওয়ামী লীগের কান্ডারী ক্যা.তাজ এমপি সহ দলের হাই কমান্ডে এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতি।