সংসার জীবনে যেমন আছেন অভিনেতা আমিন খান
বিনোদন প্রতিবেদক : ১৯৯৮ সালের ১৫ মার্চ আমিন খান ভালোবেসে বিয়ে করেন সিগ্ধা খানকে।মাত্র তিন মাসের প্রেমের বিয়ে আমিন খান ও স্নিগ্ধার। কম সময়ের প্রেমের বিয়ে বলেই বিয়ের পরবর্তী জীবনটাই সবচেয়ে বেশি উপভোগ করছেন আমিন খান।
এখনো নিজের স্ত্রী স্নিগ্ধাকে নিয়ে বেশ সুখে আছেন। এমনটাই সোশাল মিডিয়ায় জানান। সুখের অবিচ্ছেদ্য অংশ দুই ছেলে, যারা তাদের আনন্দে পূর্ণতা দান করে।বড় ছেলে রাইয়ানের জন্ম ২৪ আগস্ট এবং ছোট ছেলে আজমাইনের ২৪ জুন। আমিন খানের নিজের জন্মদিন ২৪ ডিসেম্বর। তাই ২৪ সংখ্যাটি অনেক সৌভাগ্যর বলেই মনে করেন আমির খান।
স্ত্রীর অবদান তার জীবনে ‘উল্লেখযোগ্য’, বলেন এই অভিনেতা। স্নিগ্ধা খান স্বামী আমিন খানকে সব সময়ই তার মানসিক অবস্থা শান্ত রেখে তাকে সঠিকভাবে কাজ করার পরামর্শ দেন।
আমির খানের জন্ম ২৪ ডিসেম্বর ১৯৭২। তিন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। নব্বইয়ের দশকে সালমান শাহ-ওমর সানী এর যুগে চলচ্চিত্রে পথচলা শুরু করলেও খুব অল্প সময়েই তিনি স্বকীয় ভাবমূর্তি গড়ে তুলতে সহ্মম হন। সমসাময়িক অনেক অভিনেতার পথচলা থেমে গেলেও এখনও নিজেকে ধরে রেখেছেন ফ্যাশন সচেতন এই অভিনেতা।
অভিনয় জীবনের শুরুটা সম্পর্কে ধারণা না থাকলেও তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেন স্বপ্নের নায়ক চলচ্চিত্রের মাধ্যমে। প্রয়াত সালমান শাহ এর অপূর্ণ ছবিটির পূর্ণতা দেন তিনি। এ ছবিতে তার বিপরীতে ছিল শাবনূর। সাধারণত সামাজিক এ্যাকশন ক্যাটাগরির ছবিতে বেশি অভিনয় করেন এই অভিনেতা।
সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে অভিনয় কিছুটা কমিয়ে দিলেও নাটক ও টেলিফিল্মে কাজ করছেন তিনি। ‘অবুঝ দুটি মন’, ‘দুনিয়ার বাদশা’, ‘হৃদয় আমার’, ‘মুখোমুখি’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘মেজাজ গরম’, ‘আজ গায়ে হলুদ’, ‘বধূবরণ’, ‘ও আমার দেশের মাটি’ এবং ‘হৃদয়ের বন্ধন’ আমিন খানের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি।