আকরাম-ইনজামামের ফাঁসি চান কাদির
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হক, মোশতাক আহমেদ এবং আরও অনেকে ম্যাচ-ফিক্সিংয়ের মতো জঘন্য কাজে জড়িত ছিলেন বলে দাবি করেছেন তিন কিংবদন্তির সতীর্থ আবদুল কাদির। তিনি জানান, ‘ম্যাচ ফিক্সিংয়ের মতো জঘন্য কাজে জড়িত থাকায় তারা দেশের ক্রিকেটের সুনাম নষ্ট করেছে। তাদের ফাঁসিতে ঝোলানো উচিত। ’
গত সপ্তাহে পাকিস্তানের ওপেনার শাহজেব হাসানসহ আরও চার ক্রিকেটার সাময়িক নিষিদ্ধ হন। এ তালিকায় আছেন শারজিল খান, নাসির জামসেদ, খালিদ লতিফ এবং মোহাম্মদ ইরফান।
পাকিস্তানের কিংবদন্তি লেগ-স্পিনার কাদির বলেন, ‘আরও অনেক পাকিস্তানি ক্রিকেটারই এমন গর্হিত কাজের সঙ্গে জড়িত। ওয়াসিম আকরাম, ইনজামাম আর মোশতাককে ফাঁসি দেয়া উচিত। তারাই ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে প্রথম জড়িয়েছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত করা দরকার। ’
শুধু ওয়াসিম, ইনজামাম আর মোশতাক নন, ২০০০ সালে আতাউর রহমান এবং সেলিম মালিকও ম্যাচ-ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে জানান কাদির। তিনি বলেন, ‘আতাউর রহমান এবং সেলিম মালিক ম্যাচ গড়াপেটায় জড়িত ছিলেন। আকরাম, ইনজি এবং মোশতাকই তাদের এ কাজে জড়িয়ে নিয়েছিল। কিন্তু তাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা জড়িত থাকায় সব সময় ছাড় পেয়েছে। ’