আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ডুমিনি
স্পোর্টস ডেস্ক : আইপিএলের দশম আসরে খেলা হচ্ছে না জেপি ডুমিনির। শেষ মুহূর্তে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।
আইপিএলের এবারের আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার কথা ছিল ডুমিনির। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের দশম আসর থেকে নিজের নাম উঠিয়ে নিয়েছেন বাঁহাতি এই প্রোটিয়া ক্রিকেটার। গতকাল সোমবার ডেয়ারডেভিলসকে এই খবর জানিয়ে দিয়েছেন ডুমিনি।
তবে শেষ মুহূর্তে এমন সিদ্ধানের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি মালিক ও জেপি ডুমিনি কেউই তেমন কোন ব্যাখা দেননি। ধারণা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার হয়ে সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন জেপি ডুমিনি। আগামী ২৪ মে থেকে ইংল্যান্ড সফর শুরু হবে প্রোটিয়াদের। এছাড়া ভাবনায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তো আছেই।