মাতৃভূমি শ্রীলঙ্কায় গণশত্রু বাংলাদেশের কোচ হাথুরুসিংহে !
স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের ১৯ মার্চ শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আঁধার দিন। এদিনই বিশ্ব ক্রিকেটের নবীনতম জাতি বাংলাদেশ সবাইকে বিস্মিত করে পি.সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের প্রথম জয় তুলে নিয়েছে-‘ শ্রীলঙ্কার একটি সংবাদপত্রের ম্যাচ রিপোর্টের ইন্ট্রোর এই কথাগুলো লঙ্কানদের রক্তক্ষরণের কথাই বলছে। দ্বীপরাষ্ট্রটির একটি সংবাদপত্র তো বাংলাদেশের কাছে রোববার কলম্বোতে হারারে পর নিজের দেশের ক্রিকেটেরই মৃত্যু ঘোষণা করেছে। তবে লঙ্কানদের ক্রিকেট উন্মাদনা একটু কম। তবু বেশিরভাগ সংবাদপত্রে টাইগারদের কাছে হারের জন্য স্বদেশি চন্ডিকা হাথুরুসিংহেকে দায়ী করা হচ্ছে।
৮ বছর আগে শ্রীলঙ্কা থেকে একরকম বিতাড়িতই হয়েছিলেন হাথুরু। অস্ট্রেলিয়ায় কোচিং কোর্স করতে গিয়ে দেশের ক্রিকেট বোর্ডে নিষিদ্ধ হন। সেই অভিমানে কি না হাথুরু সিডনিতে স্থায়ী হয়েছেন পরিবার নিয়ে। দেশে ফেরেন কালেভদ্রে। শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান বাংলাদেশের প্রধান কোচ এখন। তার কোচিংয়েই তো শ্রীলঙ্কাকে ইতিহাসে প্রথমবার টেস্ট হারাল টাইগাররা। মুশফিকুর রহীমের দলের এই জয়ের পর আক্ষরিক অর্থেই নিজ দেশে ‘ঘরের শত্রু বিভীষণ’ বিবেচিত হচ্ছেন হাথুরু। ১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত তিনি দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০০৯ সালে ছিলেন জাতীয় দলের সহকারী কোচ।
হাথুরুর বাংলাদেশ কোচিং দলে আরো দুজন লঙ্কান। লঙ্কানদের নিয়েই প্রথমবারের মতো টেস্টে লঙ্কানদের বধ করল বাংলাদেশিরা। তাও তাদের মাটিতে। হাথুরু বলেন, দেশের ওপর ক্ষোভ নেই তার। কিন্তু কোচের অপমানের শোধই যেন তামিম-সাকিব-মোস্তাফিজরা তুলেছেন দেশের শততম টেস্টে ঐতিহাসিক ৪ উইকেটের জয়ে। ১৮ টেস্টে লঙ্কানদের বিপক্ষে প্রথম জয়। তাতে জয় বাংলা টেস্ট সিরিজ ১-১ এ ড্র। শিরোপা ভাগাভাগি।
শ্রীলঙ্কা যে কলম্বোতে দ্বিতীয় টেস্টে হাথুরুসিংহের মেধার কাছেই হেরেছে তা মেনে নিচ্ছেন অনেকে। দেশটির সংবাদপত্রগুলো হাথুরুর সামনে সহজ পরিকল্পনা মেলে ধরার জন্য ধুয়ে দিয়েছে নিজেদের বোর্ডকেও, ‘শ্রীলঙ্কা ক্রিকেপ পি.সারা ওভালের উইকেট নিয়ে ভুল করেছে। তারা বেশি রানের ম্যাচে ড্র করে সিরিজটা ড্র করতে স্লো উইকেট বানিয়েছিল। কিন্তু তাদের উড়িয়ে দিয়েছে আসলে তামিল ইউনিয়নে সারাটা জীবন অভিজ্ঞতা অর্জন করা একজন মানুষ। তার নাম চন্ডিকা হাথুরুসিংহে।’
এর সাথে তারা লিখেছে, বাংলাদেশের কোচ পি.সারা ওভালে তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের অনেক সময় কাটিয়েছেন। এখানকার কিউরেটরও তো জানতেন এই উইকেট প্রতিপক্ষ কোচের হাতের তালুর মতো চেনা। সুতরাং, শ্রীলঙ্কার অপ্রত্যাশিত হারের সব দায় তো তাদের ঘরের মানুষ হাথুরুরই। শ্রীলঙ্কাতে তাকে এখন গণশত্রু বিবেচনা করা হলে কার কি বলার থাকে!
পরিবর্তন