রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

১০০ পরিচালকের পকেটে ৯০ হাজার কোটি টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকিংখাতের অবস্থা নাজুক পর্যায়ে গিয়ে ঠেকছে। বিভিন্ন বেসরকারি ব্যাংকের একশ পরিচালকের পকেটে চলে গেছে ৯০ হাজার কোটি টাকা। ‘কানেক্টিং ঋণ’র মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হচ্ছে। বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের ব্যাংকিং খাত আস্থার জায়গা হারাবে বলেও আশংকা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দেশে ব্যাংকিং খাতের ব্যাপক বিকাশ ঘটে বিগত বছরগুলোতে। বর্তমানে দেশে নতুন-পুরনো মিলিয়ে সরকারি-বেসরকারি ব্যাংকের সংখ্যা ৫৭টি। এই ৫৭টি ব্যাংকের মধ্যে ৫৬টি ব্যাংকের পরিচালকরা হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছেন এবং নিয়েছেন। ১৯টি ব্যাংকের পরিচালক নিজের ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ৪শ’ কোটি টাকারও বেশি।

একইভাবে ৯টি ব্যাংকের পরিচালক গ্যারান্টার বা জিম্মাদার হয়ে ঋণ দিয়েছেন আরও ২৩১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবানুযায়ী এক হাজারের মতো ব্যাংক পরিচালকের মধ্যে বেসরকারি ব্যাংকের অন্তত একশ’ জন পরিচালকের কাছে রয়েছে ৯০ হাজার কোটি টাকার ঋণ। পরিচালকরা নিজেদের মতো করে নিজেরা ঋণ নিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক মোট শেয়ারের ৫০ শতাংশের বেশি ঋণ নিতে না পারার শর্তটি কড়াকড়ি আরোপ করলে পরিচালকরা অন্য ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন। এই ঋণের অধিকাংশই লুটপাট হয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাম্প্রতিক হিসাবানুযায়ী বিভিন্ন ব্যাংক মোট ঋণ বিতরণ করেছে ৬ লাখ ৩৫ হাজার ৯৮৭ কোটি টাকা। এরমধ্যে ৯০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন ব্যাংকের পরিচালকরা। এটি দেশের মোট ঋণের ১৪ দশমিক ১৫ শতাংশ। এই চিত্রকে অত্যন্ত অস্বাভাবিক বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের এ সিনিয়র কর্মকর্তা।

তিনি বলেন, অতীতে কখনো এমন চিত্র দেখা যায়নি। গত কয়েক বছরেই দেশের ব্যাংকিং খাতের সার্বিক চিত্র পাল্টে গেছে। যা দেশের সাধারণ আমানতকারীদের বড় ধরনের হুমকির মধ্যে রেখেছে বলেও তিনি মন্তব্য করেছেন।

বাংলাদেশ ব্যাংকের কাছে গচ্ছিত তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, বেসরকারি খাতের প্রায় প্রতিটি ব্যাংকের পরিচালকরাই একে অপরের সঙ্গে ভাগাভাগি করে ঋণ দেয়া-নেয়া করেছেন। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক পাঁচ হাজার ৩৯ কোটি টাকা, এক্সিম ব্যাংক চার হাজার ৫৬৯ কোটি টাকা, ব্যাংক এশিয়া তিন হাজার ৯৫৪ কোটি টাকা, ঢাকা ব্যাংক তিন হাজার ৭২২ কোটি টাকা, এবি ব্যাংক তিন হাজার ৫৩৬ কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক তিন হাজার ২৫৯ কোটি টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক তিন হাজার ১৫৫ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তিন হাজার ৬৬ কোটি টাকা, যমুনা ব্যাংক তিন হাজার ১৬ কোটি টাকা, প্রাইম ব্যাংক দুই হাজার ৯৭৬ কোটি টাকা, ব্র্যাক ব্যাংক দুই হাজার ৯৩০ কোটি টাকা, পূবালী ব্যাংক দুই হাজার ৭৯৭ কোটি টাকা, ডাচ-বাংলা ব্যাংক দুই হাজার ৩৫৭ কোটি টাকা, ট্রাস্ট ব্যাংক দুই হাজার ৩০৩ কোটি টাকা, এনসিসি ব্যাংক দুই হাজার ১৩৯ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক এক হাজার ৯৯০ কোটি টাকা, ওয়ান ব্যাংক এক হাজার ৮২৭ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক এক হাজার ৭৮৭ কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এক হাজার ৭৪৫ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক ১ হাজার ৬৬৭ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংকের পরিচালকা এক হাজার ৪০২ কোটি টাকা ঋণ নিয়েছেন।

বেসরকারি খাতের পুরনো ওই ব্যাংকগুলোর পাশাপাশি একেবারে নতুন ব্যাংকিংয়ে আসা এনআরবি কমার্শিয়াল ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালককে ৫১৪ কোটি টাকা ঋণ দিয়েছে, মধুমতি ব্যাংক ঋণ দিয়েছে ৩৫২ কোটি টাকা, মিডল্যান্ড ব্যাংক ঋণ দিয়েছে ৩৪৯ কোটি টাকা, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ঋণের পরিমাণ ৩২৫ কোটি টাকা, মেঘনা ব্যাংক ঋণ দিয়েছে ৩০১ কোটি টাকা ও ফারমার্স ব্যাংক ঋণ দিয়েছে ১৮৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে নিয়ম নীতি না মেনে ঋণ দেয়ায় এনআরবি কমার্সিয়াল ব্যাংকের পাঁচ পরিচালককে পরবর্তীতে বাদ দেয়া হয়েছে।

শুধু বেসরকারি ব্যাংকই নয়, সরকারি ব্যাংকগুলোর অবস্থাও বেহাল। সরকারি খাতের সোনালী ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালককে ঋণ দিয়েছে ১ হাজার ৯৫২ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ১ হাজার ৯১২ কোটি টাকা, বেসিক ব্যাংক ৫৭১ কোটি টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংক ৫৪৪ কোটি টাকা, রূপালী ব্যাংক ঋণ দিয়েছে ৫১৭ কোটি টাকা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) দিয়েছে ৪৬ কোটি টাকা।
দেশীয় ব্যাংকের এসব কেচ্ছাকাহিনীর পাশাপাশি বিদেশী ব্যাংকগুলোতেও ঋণ নিয়ে পরিচালকদের ‘পোয়াবারো’ অবস্থার তথ্য রয়েছে। বিভিন্ন ব্যাংকের পরিচালকদের কোটি কোটি টাকা ঋণ দিয়েছে বিদেশী ব্যাংকগুলো। সবচেয়ে বেশি ঋণ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সাম্প্রতিক এক হিসাবানুযায়ী বিভিন্ন ব্যাংকের পরিচালকদেরকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঋণ দিয়েছে এক হাজার ৪৭৪ কোটি টাকা। ব্যাংক আল-ফালাহ ঋণ দিয়েছে ২২৬ কোটি টাকা এবং সিটি ব্যাংক এনএ ঋণ দিয়েছে ১৯৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন, যে হারে ব্যাংক থেকে ঋণ নেয়া হচ্ছে তাতে পুরো খাতটিই ধসে পড়ার আশংকা রয়েছে। এতোগুলো টাকা নিয়ে যেভাবে নয়-ছয় করা হচ্ছে, তাতে ভবিষ্যতই বলে দেবে আসলে কোন দিকে যাচ্ছে দেশের ব্যাংকিং খাত।

নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন ব্যাংকের কয়েকজন ব্যবস্থাপক ব্যাংকের বেহালদশা স্বীকার করে বলেছেন, ঋণ দেয়া-নেয়ার বিষয়টি এতো উপর থেকে হয় যে তাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কোনো নিয়ন্ত্রণই থাকে না। কর্মকর্তারা শুধু স্বাক্ষরই দেন। উপর থেকে চাপিয়ে দেয়া সিদ্ধান্ত কার্যকর করেন। তাঁরা বলেন, বহু ঋণ দেয়ার সময় আমরা বুঝি যে এই টাকা আর ফেরত আসবে না। তবুও ‘স্যার’দের চাপে আমাদের কিছু করার থাকে না।

এ জাতীয় আরও খবর