আখাউড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। একই সঙ্গে কনের বাবার কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করানো হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের এ বিয়ে হওয়ার কথা ছিলো। বিভিন্ন সূত্রে জানা গেছে, হীরাপুর শহীদ নোয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পৌর এলাকার তারাগন গ্রামের এক যুবকের ঠিক হয়। আজ রবিবার দুপুরে এ বিষয়ে খবর পেয়ে বিয়ে বাড়িতে পুলিশ পাঠান ইউএনও। বিয়ে বাড়িতে পুলিশ আসার খবরে সেখানে বরপক্ষের লোকজন আর আসেনি। পুলিশ বিয়ে বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না বলে স্কুল ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নেন। ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান বাল্য বিয়ে বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিকদের মাধ্যমে তিনি বিয়ের খবর পান। বিয়েটি দেওয়ার সঙ্গে কারা জড়িত তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।