ব্রাহ্মণবাড়িয়ায় “আলোর পথে’র আনন্দ পাঠশালা” এর উদ্বোধন ও বই বিতরণ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আজ রবিবার বিকেলে “আলোর পথে” সংগঠনের উদ্যোগ সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল শিশুদের জন্য পরিচালিত “আলোর পথে’র আনন্দ পাঠশালা” এর উদ্বোধন করা হয়। শহরের পুনিয়াউট উত্তরপাড়া (রেল কোয়ার্টার সংলগ্ন) স্থানে আয়োজিত অনুষ্ঠানে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার)। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত বণিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যাক্ষ মোঃ জসিম উদ্দিন বেপারী প্রমূখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ পাঠশালাটির ৭৮ জন ছিন্নমূল শিশুদের মাঝে বই, খাতাসহ শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আলোর পথে” সংগঠনটি সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে যে মহান উদ্যোগ গ্রহন করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। কেননা মেধা সর্বত্রই লুকিয়ে আছে শুধু প্রয়োজন তাকে খুজে বের করা। তিনি আরও বলেন, সঠিক শিক্ষার আলো পেলে সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল শিশুরাই একদিন এদেশকে এগিয়ে নিয়ে যাবে। এসময় তিনি সংগঠনটির সার্বিক কার্যক্রমে সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং সকলকে এ ধরনের মহৎ কার্যক্রমে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলন।