শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাড়াটিয়া নজরদারিতে আলাদা কর্মকর্তা নিয়োগ দিচ্ছে পুলিশ সদর দপ্তর

news-image

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জঙ্গি সদস্যরা প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভাড়াটিয়ার পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে কৌশলে তাদের কর্মকা- প্রসারিত করছে। তাই পুলিশ সদর দপ্তরের উদ্যোগে জঙ্গি তৎপরতা ঠেকাতে সারা দেশে ভাড়াটিয়াদের নজরদারির জন্য আলাদা কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে।
চট্টগ্রামের মিরশরাই ও সীতাকু-ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর দেশব্যাপী ভাড়াটিয়া নিবন্ধন জোরদার করার এই উদ্যোগ নেয়া হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দুর্গম ও উগ্রবাদ তৎপরতা আছে এমন এলাকায় নজরদারি বাড়ানো দরকার।
প্রথমে মিরশরাই পরে সীতাকু-ে মাত্র এক সপ্তাহে চট্টগ্রামে একাধিক জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। এসব ঘটনায় জানা যায় ভুয়া তথ্য দিয়ে বাড়ি ভাড়া নিয়েছে জঙ্গিরা। সীতাকু-ের এমনি দু’টি বাড়ির থেকে আটক করা হয়েছে নারী-শিশুসহ কয়েকেজন জঙ্গিকে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক।
ঠিক একইভাবে বিস্ফোরক পাওয়া গিয়েছিলো মিরশরাইতে। তাছাড়া এর আগে ঢাকার রূপনগর, কল্যাণপুর,আজিমপুর,বসুন্ধরা ও ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, আশুলিয়ার মত এলাকাগুলোতে ভুয়া পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে তৎপরতা চালিয়েছে জঙ্গিরা। তাই জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণের লক্ষ্যে গত বছর ঢাকায় ভাড়াটিয়া নিবন্ধনের উদ্যোগ নেয় পুলিশ। ফলে জঙ্গিদের রাজধানীতে অবস্থান হয়ে ওঠে ঝুঁিকপূর্ণ। গোয়েন্দারা ধারণা, এ কারণেই মিরশরাই ও সীতাকু-ের মত প্রত্যন্ত অঞ্চলগুলোকে বেছে নিচ্ছে জঙ্গিরা। আর এই কারণেই দেশব্যাপী ভাড়াটিয়াদের নজরদারির মধ্যে আনার কথা ভাবছেন গোয়েন্দারা।
এ সম্পর্কে কাউন্টার টেরোরিজমের স্পেশাল অ্যাকশন গ্রুপের মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ‘জঙ্গিরা কী ধরনের কৌশল অবলম্বন করে বাসা ভাড়া নিয়ে থাকে সেই কৌশলগুলো থানা পুলিশকে কয়েকধাপে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। গত কয়েক মাস যাবৎ এমন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে প্রত্যেকটা জেলায় কিছু অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। যাদের কাজ হবে শুধু টেররিজম ভিত্তিক তথ্য রাখা’।
এদিকে এ ধরনের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, জঙ্গিবাদের ঝুঁকিতে আছে এমন এলাকা চিহ্নিত করে আরো কঠোর ব্যবস্থা নেয়া দরকার।
এ সম্পর্কে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, ‘যেকোন এলাকার জঙ্গিদের কার্যক্রম ও কৌশল আগের থেকে অনুধাবন করতে পারলে তাদের ধরাটাও সহজ হয়ে যাবে।’
তবে একের পর এক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া পুলিশের সন্ত্রাস বিরোধীর ইউনিটের সক্ষমতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র : একাত্তর টিভি

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদী ছাড়া কারও সঙ্গে শত্রুতা থাকবে না : উপদেষ্টা আসিফ

ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : নাসিরুদ্দিন পাটোয়ারী

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

‘তুমি আমার জীবনের রামধনু’

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে

ওমরাহ যাত্রীদের টিকার জট কাটছে দেশীয় ইনগোভ্যাক্সে

মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে খাদে পড়ে গেলো পিকনিকের বাস

চলন্ত ট্রেনে অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা

ফি কমলেও বিসিএসের আবেদনে ভাটা, বড় বাধা সেশনজট

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: রিজভী