বিজয়নগর থেকে সহস্ত্রাধিক পিস ইয়াবা সহ মাদক ব্যবাসায়ী গ্রেফতার
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর থেকে এক হাজার ১০ পিস ইয়াবা সহ মনু মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। সে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। র্যাব জানায়, শুক্রবার রাতে বিজয়নগর থানার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে ঢাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর শেখ নাজমুল আরেফিন ও এডি চন্দন দেব নাথ এর নেতৃতে সেখানে অভিযান চালায়। এ সময় মনু মাদকদ্রব্য ফেলে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৬ হাজার টাকা। তার কাছ থেকে মাদকদ্রব্য বিক্রির ৩ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।