দেয়াল টপকে ক্যাম্পে প্রবেশ করে হামলাকারী
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত র্যাবের অস্থায়ী ক্যাম্পে দেয়াল টপকে প্রবেশ করেছিল হামলাকারী ওই যুবক। এরপর র্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে বিস্ফোরণ ঘটনায়। র্যাব সূত্রে একথা জানা গেছে।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, ‘র্যাবের আশকোনায় নির্মানাধীন কার্যালয়ে আজ শুক্রবার বেলা ১টার দিকে একজন পুরুষ দেয়াল টপকিয়ে প্রবেশ করারর চেষ্টা করে। তখন গোসলে থাকা র্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই যুবকের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে আক্রমণকারী নিহত। র্যাব-২ এর সদস্য আহত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত র্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছে।’
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়।’
ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশেপাশের এলাকায় আরও কেউ আছে কিনা তা নিয়ে তল্লাশি চালাচ্ছে।
ঘটনার সময় র্যাব ক্যাম্পের পাশের একটি মসজিদে ছিলেন আসাদুজ্জামান নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘আমি তখন মসজিদে ছিলাম। তখন আনুমানিক দুপুর ১টা বাজে। হঠাৎই বিকট শব্দ শুনতে পাই। পরবর্তীতে এসে দেখি ওই এলাকায় র্যাবের লোকজন ঘিরে ফেলেছে।’ বাংলা ট্রিবিউন