ট্রেলারেই বাজিমাত করল ‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’
বিনোদন ডেস্ক :প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল ‘বাহুবলী ২- দ্য কনক্লুশন’-এর ট্রেলার। প্রভাস, রাণা দাগ্গুবাতি, সত্যরাজ, রামাইয়া, তামান্না ভাটিয়া অভিনীত পরিচালক এস এস রাজমৌলির এই এপিক ব্লকবাস্টারের অপেক্ষায় দুবছর ধরে অধীর আগ্রহে বসেছিলেন দর্শককুল। বৃহস্পতিবার সাতসকালে ইউটিউবে ছবির ট্রেলার মুক্তি পেতেই বেড়েই চলেছে ভিউয়ের সংখ্যা। আপনিও দেখে নিন ক্লিক করে-