নাসিরনগরে আবির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের কৃতী ছাত্র মোঃ তাহমিদুর রহমান চৌধুরী(আবির) জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। আবির জাতীয় পর্যায়ে ২০১৬ সালের কাব স্কাউটিংয়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। আবির ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। আবিরের পিতা মোঃ আজিজুর রহমান চৌধুরী নাসিরনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা মানবজমিনের উপজেলা প্রতিনিধি। মাতা নাজমা আক্তার মকবুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। আবির স্কাউট থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে দেশ ও জাতির উন্নয়নে আত্ম নিয়োগ করতে দৃঢ় প্রত্যয়ী এবং নিজেকে একজন দক্ষ স্কাউট হিসেবে গড়ে তুলতে আগ্রহী। আবির জানায়,পিতামাতার আগ্রহ ও কাব লিডার এবং শিক্ষকদের অনুপ্রেরণা ও সাবির্ক সহযোগিতায় এই প্রথমবারের মত নাসিরনগর উপজেলা থেকে কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।