বাংলাদেশের ‘বিষফোঁড়া’ চান্দিমালকে ফেরালেন মিরাজ
স্পোর্টস ডেস্ক : শুরুর দিকের হাসিহাসি ভাবটা কেড়ে নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মুখে বিষন্নতার ছায়া এঁকে দিলেন লঙ্কান তারকা ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। চার নম্বরে ব্যাট করতে নেমে বলের গুণাগুণ বিবেচনা করে এরই মধ্যে তুলে নিয়েছেন শতরানও। অথচ তাঁর সঙ্গে এক এক করে ফিরে গেছেন পাঁচ ব্যাটসম্যান।
অবশেষে বাংলাদেশের ‘বিষফোঁড়া’ চান্দিমালকে ফিরালে মেহেদী হাসান মিরাজ। মোসাদ্দেকের হাতে ক্যাচে পরিণত হওয়ার আগে ১৩৮ রান করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৯ উইকেট ৩০৭ রান। বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত মোস্তাফিজুর রহমান ২টি, সাকিব আল হাসান ২টি, মেহেদী হাসান মিরাজ ২টি, তাইজুল ইসলাম ১টি ও শুভাশিস রায় ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন।