ম্যানসিটিকে বিদায় করে শেষ আটে মোনাকো
স্পোর্টস ডেস্ক : মোনাকোর মাঠে ফিরতি পর্বের ম্যাচে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব (শেষ ষোলো) থেকেই বিদায় নিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। যদিও প্রথম পর্বের হোম ম্যাচে মোনাকোকে ৫-৩ গোলে হারিয়েছিল ম্যানসিটি। তারপরও অ্যাওয়ে গোলের সুবাদে ৬-৬ অ্যাগ্রিগেটে শেষ আটে নাম লেখায় ফ্রেঞ্চ ক্লাবটি।
এদিন, ঘরের মাঠের সবটুকু সুবিধা আদায় নিয়েছে মোনাকো। ম্যাচের ৮ মিনিটেই ফরোয়ার্ড কাইলিয়ান বাপে লিড এনে দেন মোনাকোকে। বের্নার্দো সিলভার বাড়িয়ে দেয়া বলটি পায়ের আলতো ছোঁয়ায় সিটির জালে জড়ান কিলিয়ান। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফুটবলার ফাবিনহো।
দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৫-৫। ৭১ মিনিটে সিটিজেন শিবিরে স্বস্তি এনে দেন উঠতি জার্মান উইঙ্গার লেরয় সেন। কিন্তু, ছয় মিনিট বাদেই মোনাকো সমর্থকদের উল্লাসে ভাসান তরুণ ফেঞ্চ মিডফিল্ডার তাইমু বাকাইয়োকো। ম্যাচে ছড়ায় উত্তেজনা। কোয়ার্টার নিশ্চিতে গার্দিওলার শিষ্যদের সামনে আরেকটি গোলের সমীকরণ দাঁড়ায়। শেষ পর্যন্ত ব্যর্থতা আর হতাশা সঙ্গী করে মাঠ ছাড়েন আগুয়েরো-সিলভা-ডি ব্রুইনরা।