রাসেলের পর ছিটকে গেলেন কলকাতার আরেক তারকা
স্পোর্টস ডেস্ক :বৃহস্পতিবার থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। তবে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা। পেসার ট্রেন্ট বোল্টই এবার ছিটকে গেলেন চোটের কারণে। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫ ওভার বল করেছিলেন। তারপরেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বেরিয়ে যান।
তার পরিবর্ত হিসেবে আপাতত ডেকে নেওয়া হয়েছে টিম সাউদিকে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেলেও ট্রেন্ট বোল্টের চোটে অশনি সংকেত দেখছেন কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। এমনিতেই আসন্ন আইপিএলে আন্দ্রে রাসেলকে পাবে না নাইট রাইডার্স। তারপরে তাদের অন্যতম এই তারকা পেসারের চোটে চিন্তায় কেকেআর কর্তৃপক্ষ। আইপিএল শুরু হতে আর হাতে বাকি ২০ দিনও নেই। এই পরিস্থিতিতে বোল্টকে না পেলে প্রধান বোলিং অস্রকেই হারাবে কলকাতা।
ইডেনের পিচ এমনিতেই এবার অন্যান্য বারের মত শুধুমাত্র স্পিন সহায়ক নেই। পেস বোলারদের জন্যও যে ভালমত রসদ রয়েছে। ধোনি যে কারণে দৃশ্যতই বাক্রুদ্ধ হয়েছিলেন ঝাড়খণ্ডের জার্সিতে খেলতে এসে। তাই এমন পরিস্থিতিতে কেকেআরের অন্যতম ট্রাম্প-কার্ড হওয়ার ক্ষমতা রয়েছে বোল্টের। এমনটাই নাইট শিবিরের খবর। তবে তার আগেই এই বিপত্তিতে কপালে ভাঁজ পড়েছে কেকেআরের।
টিম সাউদি পরে সাংবাদিক সম্মেলনে বলেন, পাঁচটি একদিনের ম্যাচ খেলার পর ডুনেডিন টেস্টে ওকে নামানো হয়েছিল। প্রচণ্ড চাপ পড়ে গিয়েছিল ট্রেন্টের উপর। ওর এই চোট পাওয়াতেই তা প্রমাণিত।