সড়ক দুর্ঘটনায় নায়িকা জেনিফা আহত
বিনোদন প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই ছবির নায়িকা মারজান জেনিফা। রাজধানীর হাতিরঝিলে গতকাল দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেনিফাকে বহন করা কালো রঙের জিপগাড়িটি এ সময় সামনের দিকে দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়ির ভেতর জেনিফার স্বামী ও প্রযোজক জোবায়ের আলমও ছিলেন। তাঁরা জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। দুজনই আহত হয়েছেন, তবে গুরুতর কিছু হয়নি। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন।
দুর্ঘটনা প্রসঙ্গে নায়িকা মারজান জেনিফা বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও একসঙ্গে ঘুরতে বের হই। গতকাল রাতে আমরা হাতিরঝিলে ঘুরছিলাম, রাত ২টার দিকে হঠাৎই জোবায়ের বুঝতে পারে, গাড়ির ব্রেক কাজ করছে না। সে তখন গাড়িটি নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। তখন গাড়ির গতি ছিল ৭০। এদিকে হঠাৎ করেই একটি ট্রাক আমাদের গাড়ির সামনে এসে পড়লে গাড়িটি ফুটপাতে তুলে দিতে হয়। তখন আমরা দুজনই সামান্য আহত হয়েছি।’
জোবায়ের বলেন, ‘নব্বই কিলো গতি থেকে সত্তরে নিয়ে এসেছিলাম। আরেকটু সময় পেলে গাড়িটি আস্তে আস্তে দাঁড়িয়ে যেত। কিন্তু সামনে একটি ট্রাক চলে আসার কারণে আর গাড়ি নিয়ন্ত্রণ করতে পারিনি। তারপরও আমরা সুস্থ আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
‘গত রাতেই আমরা ডাক্তারের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আজ সকালে গিয়ে এক্স-রে করিয়েছি পা ভেঙেছে কি না দেখার জন্য। ডাক্তার বলেছেন, একটি পা মচকেছে। এখন আমরা দুজনই বাসায় বিশ্রামে আছি। আমাদের গাড়িটি ভেঙে গেছে; কিন্তু আল্লাহ আমাদের দুজনকেই সুস্থ রেখেছেন। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো থাকি,’ বলছিলেন জোবায়ের।
২০১৬ সালের এপ্রিলে ‘মুসাফির’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মারজান জেনিফার। ছবিটির প্রযোজক ছিলেন জোবায়ের আলম। তখন থেকেই তাঁদের পরিচয়। ২৯ জুলাই পারিবারিকভাবে তাঁরা বিয়ে করেন। ‘মুসাফির’ ছবির সাফল্যের পর এর সিক্যুয়াল ‘মুসাফির ২’ ছবির কাজের প্রস্তুতি চলছে।