কালো টাকার কারণে বিনিয়োগ কম হচ্ছে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : অর্থনীতিতে কালো টাকার উপস্থিতির কারণে বিনিয়োগ কম হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার অর্থনীতিবিদদের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি বিনিয়োগের গন্তব্যস্থল বেশ প্রশ্নবোধক হয়ে যাচ্ছে।’
সাংবাদিকদের উদ্দেশে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আপনারা সার্কুলেট করছেন সেকেন্ড হোম ইন মালয়েশিয়া তারপর বিনিয়োগ করুন সিঙ্গাপুরে। বাঙালিরা করছেন। এটার অবশ্য মূলটা দেখতে গেলে হয় কালো টাকা। কালো টাকার জন্য এ রকম ফ্লাইট অব ক্যাপিটাল হয়।’ অর্থমন্ত্রী আরো বলেন, ‘এখন দেখতে হবে কালো টাকা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়।