‘১৫ শতাংশ ভ্যাট বাংলাদেশের বাস্তবতায় বেশি’
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বাস্তবতায় সব পণ্যে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ অনেক বেশি হয়ে যায় (হাই সাইজ) বলে জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বাজেট বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এই কর্মশালার আয়োজন করে।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য ভেদে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হয়, কিছু ক্ষেত্রে তারও কম হয়। বাংলাদেশেও পণ্যভেদে ৫ শতাংশ, ৬ শতাংশ এবং ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ হলে সবার জন্য ভালো হবে।’
বাজেটে ভতুর্কি প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষি খাত ছাড়া অকৃষি খাতেও অনেক টাকা ভর্তুকি দেওয়া। সেটার সুষ্ঠ ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পিপিআরসি’র চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুসলিম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম এ তসলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।