মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এই প্রথমবার আমেরিকায় আইপিএল

news-image

 

স্পোর্টস ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশই ঊর্ধ্বমুখী। শুধু প্রবাসী এশিয়ানরাই নন, সেখানকার জনতাও ক্রিকেট নিয়ে সিরিয়াস চর্চা শুরু করেছে। আমেরিকায় ক্রিকেটের প্রতি এই জনপ্রিয়তা উপলব্ধি করেই শেন ওয়ার্ন, সচিন তেন্ডুলকর একত্রে ২০১৫ প্রাক্তন ক্রিকেটার নিয়ে টি টোয়েন্টি লিগের আয়োজন করেছিলেন। তার পর ক্রিকেট নিয়ে এখন রীতিমতো আলোচনা হয় মার্কিনীদের মধ্যে।

চলতি বছরের শেষ দিকে ফের একবার সচিন-ওয়ার্নের লিগ আয়োজিত হতে চলেছে। ক্রিকেট নিয়ে ক্রমবর্ধমান জনপ্রিয়তার আঁচ আরও ছড়িয়ে দিতে এবার আইপিএল-ও সরাসরি সম্প্রচারিত হবে মার্কিন মুলুকে।

এই প্রথমবার উত্তর আমেরিকায় আইপিএল সম্প্রচারের স্বত্ত্ব কিনেছে বিখ্যাত উইলো টিভি। উইলো টিভি কর্তৃপক্ষ সম্প্রতি বিবৃতি দিয়ে জানিয়েছে, আইপিএল সরাসরি সম্প্রচারের ফলে ক্রিকেটের নতুন নতুন দর্শক তৈরি হবে।
ক্রিকেটের এই জনপ্রিয়তা টের পেয়েই ইন্টারনেটেও সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা রেখেছে স্লিং টিভি। উইলো টিভির সঙ্গে তাদের সেরকমই চুক্তি হয়েছে। স্লিং টিভি তাদের গ্রাহকদের জন্য দুটো প্যাক রেখেছে। ৪০ ডলারের বিনিময়ে ছ’মাস এবং ৬০ ডলারের বিনিময়ে একবছর পর্যন্ত ক্রিকেটের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। শুধু আইপিএল-ই নয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও মার্কিন গ্রাহকরা উপভোগ করতে পারবেন এই প্যাকগুলি সাবস্ক্রাইব করলে।

ভারতে আঞ্চলিক আটটি ভাষায় ক্রিকেট সম্প্রচারিত হবে, এমনটাই আপাতত জানানো হয়েছে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর