আবারও মঞ্চে আগুন ধরাতে চান শ্রিয়া
বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দি সিনেমার পাশাপাশি ইংরেজি ও কন্নড় ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি এ অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এ সময় বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে নেচেছিলেন শ্রিয়া। এতে তার সঙ্গী ছিলেন বলিউড কিং শাহরুখ খান।
সাক্ষাৎকারে সে অভিজ্ঞতা জানিয়ে শ্রিয়া সরন বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে পারফরম্যান্স মানেই আলাদা একটা ব্যাপার। সেবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ছিল চেন্নাইয়ে। অন্য ভাষার গানের সঙ্গে পারফর্ম করা কঠিন। কিন্তু ও তো শাহরুখ খান! সব সময়ে নিজের সেরাটা দেয়। তার জন্য নিজেকে পুরোদস্তুর তৈরিও করে। সেবার উদ্বোধনী অনুষ্ঠানের আগে ছোটখাটো রিহার্সাল সেরে নিয়েছিল শাহরুখ। তার পরে মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। শাহরুখকে দেখে অনেক কিছু শেখার আছে। ওর অফুরন্ত এনার্জি। কোথা থেকে যে এত এনার্জি পায়- শাহরুখই ভালো বলতে পারবে। আমি ভবিষ্যতে শাহরুখের সঙ্গে কাজ করতে চাই।’
আবারো আইপিএল আসরে নাচের ইচ্ছে প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, ‘আমি আবারো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে চাই। আইপিএল মানেই প্রাণচঞ্চল করা একটা ব্যাপার। সবাই হুল্লোড়ে মেতে থাকে। মাঠে ক্রিকেটাররা নিজেদের নিংড়ে দেয়। গ্যালারিতে উপস্থিত দর্শকরাও দারুণ উপভোগ করে খেলাটা। আইপিএল পুরোদস্তুর একটা প্যাকেজ। বিনোদন আর খেলা মিলেমিশে একাকার। এরকম একটা মঞ্চে সবাই পারফর্ম করতে চায়। আমিও আবার ফিরতে চাই। সেবার যেমন ধামাকাদার পারফরম্যান্স দিয়েছিলাম, কাগজপত্রে লেখা হয়েছিল মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছি, আবারো সেটাই করতে চাই।’