রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কংগ্রেসে আমূল সংস্কারের ঘোষণা দিলেন রাহুল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বড় রাজনৈতিক দল কংগ্রেস পার্টি ঝুঁকিতে রয়েছে এবং এর কাঠামোগত ও সাংগঠনিক পরিবর্তন আনা প্রয়োজন বলে স্বীকার করেছেন দলটির সহ-সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি ভারতের ৫ রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর দলটির ভবিষ্যত নিয়ে কথা বলতে গিয়ে এ স্বীকারোক্তি দেন তিনি। শিগগিরই দলে আমূল পরিবর্তন নিয়ে আসারও অঙ্গীকার করেছেন রাহুল। একইসঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি টাকার ক্ষমতা দেখিয়ে ও বিভক্তি তৈরি করে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন এ কংগ্রেস নেতা। মঙ্গলবার (১৪ মার্চ) নয়াদিল্লিতে পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রাহুল গান্ধী।

সম্প্রতি ভারতের ৫ রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে দুটিতে নিরঙ্কুশ জয় পায় বিজেপি। তবে গোয়া ও মনিপুরে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গোয়ায় কংগ্রেসের চেয়ে কম আসন পেয়েও জোট সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। কংগ্রেস নেতাদের অভিযোগ, বিজেপি অর্থের ক্ষমতার জোরে গোয়ায় সরকার গঠন করতে যাচ্ছে। গোয়ায় বিজেপি সরকারকে ঠেকাতে কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিমকোর্টে আবেদন জানানো হলেও মঙ্গলবার তা খারিজ হয়ে যায়। তবে আদালতের পক্ষ থেকে বৃহস্পতিবার বিজেপিকে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর কিছুক্ষণ পর সাংবাদিকদের রাহুল বলেন, ‘বিজেপি উত্তর প্রদেশে নির্বাচন জিতেছে, এর জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাবো। কেন তারা জিতেছে তার পেছনে অনেক কারণ আছে, এর একটি হলো বিভক্তি। অর্থনৈতিক ক্ষমতার ব্যবহার করে তারা গণতন্ত্রকে খর্ব করছে।’

নিজ দল কংগ্রেসের ভবিষ্যত প্রশ্নে কথা বলতে গিয়ে রাহুল স্বীকার করেন তার দলে সাংগঠনিক ও কাঠামোগত পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। শিগগিরই এ পরিবর্তন আনা হবে এবং দলটি একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

রাহুল বলেন, ‘আমরা এখন বিরোধী দলের ভূমিকায় আছি, নানা উত্থান-পতন হয়ে থাকে। উত্তরপ্রদেশে আমাদের খানিক পতন হয়েছে, তা ঠিক আছে, আমরা তা মানছি। শিগগিরই কংগ্রেসে কাঠামোগত ও সাংগঠনিক পরিবর্তন নিয়ে আসা হবে।

বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা মতাদর্শিক। পাঞ্জাব, গোয়া ও মনিপুরে আমরা নির্বাচন জিতেছি, এটা একবারে খারাপ ফল ছিল না। আর বিজেপি উত্তর প্রদেশে জিতেছে বিভক্তি তৈরি করে।’

ভারতের গোয়ায় বিজেপিকে সরকার গড়তে ডাকার বিরোধিতা করে শীর্ষ আদালতে গিয়েছিল কংগ্রেস। ৪০ আসনের গোয়ায় সরকার গড়তে দরকার ২১ জন বিধায়কের সমর্থন। নিজেদের দলের ১৩ জনের পাশাপাশি অন্য ৯ বিধায়কের সমর্থন জোগাড় করে আগেই রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে জমা দিয়েছিল বিজেপি। এর পরে সরকার গড়ার ডাকও পেয়েছিল তারা। ঠিক হয়, আজ মঙ্গলবার বিকেলে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন পারিকর। কিন্তু, বিজেপিকে সরকার গড়তে রাজ্যপালের ডাকের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় কংগ্রেস। ১৭ জন বিধায়ক থাকা সত্ত্বেও তাদের কেন ডাকা হল না, সেই প্রশ্নও তোলা হয়। পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়। কংগ্রেসের অভিযোগ, রাজ্যে একক বৃহত্তম দলকে সরকার গড়তে ডাকাই সংসদীয় রীতি। রাজ্যপাল মৃদুলা সিন্‌হা সেই রীতি ভেঙেছেন।

বিষয়টি নিয়ে দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি জে এস খেহরের কাছে আজ আবেদন জানান গোয়ার কংগ্রেস পরিষদীয় দলের নেতা চন্দ্রকান্ত কাভলেকর। হোলির জন্য আদালত বন্ধ ছিল। কিন্তু, শপথের মতো গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় এ নিয়ে জরুরি শুনানির জন্য বিশেষ বেঞ্চ তৈরি করা হয়। এ দিন সেই শুনানি শেষে সুপ্রিম কোর্ট চন্দ্রকান্ত কাভলেকরের আইনজীবীকে প্রশ্ন করেন, যদি কংগ্রেসের হাতে প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক ছিল তাহলে তারা সরকার গড়তে আগে রাজ্যপালের কাছে যাননি কেন। শীর্ষ আদালত বলেছে, রাজ্যপাল তারপরও সুযোগ না দিলে কংগ্রেসের সদস্যদের ধরনায় বসারও সুযোগ ছিল। পাশাপাশি ওই বেঞ্চ প্রশ্ন তোলে, কেন রাজ্যপালের কাছে না গিয়ে আদালতে এসেছে কংগ্রেস?

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

কালিয়াকৈরে হাসিনা-কাদেরের নামে দুই হত্যা মামলা

রোববার থেকে যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রাহক

সরকারকে আরও কঠোর হতে হবে: আবুল হায়াত

আশুলিয়ার সব পোশাক কারখানা খুলবে রোববার, আজ বন্ধ ছিল ৪৩টি

রেমিট্যান্সে সুবাতাস, নতুন রেকর্ডের ইঙ্গিত

মণিপুরের জিরিবাম বিভাগে জরুরি অবস্থা জারি

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরবেন আজ

নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে

লুট হওয়া ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪০৩