বুবলী সবার সঙ্গেই কাজ করতে চান
আগামী পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী জুটির তৃতীয় ছবি ‘অহংকার’। ছবিটি পরিচালনা করছেন শাহাদাৎ হোসেন লিটন। গত বছর কোরবানির ঈদে দুটি ছবি নিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন বুবলী। শাকিব খান ছাড়া এখনো কোনো ছবিতে তিনি কাজের বিষয়ে চূড়ান্ত হননি। স্বাভাবিকভাবেই উঠে আসছে এমন প্রশ্ন, বুবলী কি তাহলে শাকিব ছাড়া আর কোনো অভিনেতার সঙ্গে কাজ করবেন না? আমাদের প্রতিবেদকের সঙ্গে বিস্তারিত আলাপে অবশ্য এই প্রশ্ন একেবারেই উড়িয়ে দিয়েছেন বুবলী।
প্রশ্ন : কেমন শুটিং চলছে?
বুবলী : এর আগে বলতে পারেন, হঠাৎ করেই দুটি ছবিতে কাজ করেছি। বলতে গেলে দুটি ছবি একই সঙ্গে শুটিং করেছি। তখন খুব বেশি কিছু বুঝতে পারিনি। মুক্তির পর বেশ কিছু জায়গায় আমার মনে হয়েছে আমি আরো ভালো কিছু করতে পারতাম। তারপর লম্বা একটা বিরতি নিয়ে নিজেকে আরেকটু তৈরি করে ছবি শুরু করেছি। আমার মনে হয়, এখন আমি ভালো করছি। এর আগে ক্যামেরা বুঝতাম না, লাইট বুঝতাম না। এখন মনে হয়, কিছুটা বুঝতে পারি। আগের ছবিতে কিছু দৃশ্যে দু-তিনবার শট দিতে হতো, কেন হতো বা তখন কী ভুল ছিল, তা এখন বুঝতে পারি।
প্রশ্ন : শাকিব খানের সঙ্গে আবারও জুটি বেঁধে কাজ করছেন আপনি। এই ছবি নিয়ে কেমন আশাবাদী?
বুবলী : ছবির গল্পটা আমার কাছে ভালো লেগেছে। মনে হয়েছে সময়ের উপযোগী একটি গল্প, আমার চরিত্রটা একটু অহংকারী মেয়ে। ছবিতে আছেন বাংলাদেশের সুপারস্টার হিরো শাকিব খান, শাহাদাৎ হোসেন লিটন স্যারের মতো পরিচালক। সব মিলিয়ে আমার মনে হয়, ছবিটি ভালো কিছু হবে। আমি আমার চরিত্রটা ফুটিয়ে তুলতে চেষ্টা করছি।
প্রশ্ন : শাকিব খান ছাড়া কোনো ছবিতে অভিনয় করছেন না, শাকিব খান তো কলকাতায় ব্যস্ত হয়ে যাচ্ছেন। আপনি কি তাঁর সঙ্গে ছাড়া কাজ করবেন না?
বুবলী : কেন করব না? আমি এসেছি উনার ছবির হাত ধরে। কিন্তু চলচ্চিত্রে যখন কাজ শুরু করেছি, তখন আমি চলচ্চিত্রের মেয়ে। যেকোনো নায়কের সঙ্গেই আমি কাজ করতে প্রস্তুত। তবে অবশ্যই ছবির গল্প আর পরিচালক পছন্দ হলে আমি সেই ছবিতে যুক্ত হব। যেহেতু আমি এরই মধ্যে দুটি ছবি দর্শককে উপহার দিয়েছি, দর্শকদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে, আমিও চেষ্টা করছি মানসম্পন্ন ছবিতে কাজ করতে।
প্রশ্ন : কোনো ছবির কথা হয়েছে?
বুবলী : বেশ কয়েকটি ছবির বিষয়ে কথা চলছে, কিন্তু কোনো ছবিই চূড়ান্ত হয়নি। আমার কাছে প্রজেক্টগুলো পছন্দ হয়নি। এখন সময়টা এমন যে ভালো কিছু ছাড়া দর্শক দেখবে না, আর দর্শক দেখবে না এমন কোনো ছবির সঙ্গে নিজেকে যুক্ত করতে চাই না। আমারই পছন্দ না হলে দর্শকদের কী পছন্দ হতে পারে! তা ছাড়া আমি ছবির সংখ্যা বাড়ানোর জন্য চলচ্চিত্রে কাজ করছি না, ভালো ছবি না পেলে বসে থাকতে আমার আপত্তি নেই।সূত্র: এনটিভি অনলাইন