রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আইসক্রিমের নায়িকা তুষি এবার অন্যরূপে

news-image

বিনোদন প্রতিবেদক : নাজিফা তুষি। রেদওয়ান রনির আলোচিত ছবি ‘আইসক্রিম’ দিয়ে যার ঝলমলে অভিষেক হয়। গেল বছর ২৯ এপ্রিল মুক্তি পায় ছবিটি। এতে তুষির বিপরীতে ছিল দুই নবাগত নায়ক- উদয় ও রাজ।

প্রথম ছবি দিয়ে রুপালি পর্দা জয় করেও গেল একবছর অপেক্ষায় ছিলেন তিনি। অসংখ্য নাটক-সিনেমার হাতছানি উপেক্ষা করেছেন মিষ্টি মেয়ে তুষি। এবার সেই দীর্ঘ অপেক্ষার পালা শেষ হচ্ছে। ফের তার ভক্তদের মন মাতাতে ঠিক একবছর পর হাজির হচ্ছেন আবারও। তবে সেটি প্রেক্ষাগৃহের বড় পর্দায় নয়। এবার তিনি আসছেন অন্তর্জাল দুনিয়া মাতাতে। সঙ্গে এবারও থাকছে তার বিপরীতে দুজন নবাগত মুখ। যার একজন নায়ক অন্যজন গায়ক!

তুষি জানান, পর্দায় এবার তার বিপরীতে নায়ক হয়ে আসছেন র‌্যাম্প অঙ্গনের জনপ্রিয় মুখ ইফতেখার জায়েব এবং রক গানের তরুণ কণ্ঠশিল্পী রনি। আর এই তিনজন মিলে সম্প্রতি অংশ নিয়েছেন একটি মিউজিক্যাল ফিল্মে। যার নাম ‘না’। এর গল্পটি গড়ে উঠেছে ‘না’ শিরোনামের একটি মেলো-রক গানকে ঘিরে। ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরীর কথা-সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রনি। আর এটিকে গল্পে রূপান্তর করে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মুস্তাফি শিমুল।

টানা একবছর পর আবারও দুই হিরোর বিপরীতে ফেরা প্রসঙ্গে তুষি বলেন, ”এটা বেশ মজার বিষয়, এবারও আমার বিপরীতে পর্দা ভাগাভাগিতে দুজনকেই পেলাম। তবে এবারের বৈচিত্র্য একজন নায়ক আরেকজন গায়ক। প্রথম কথা হচ্ছে ‘না’ গানটি আমার অসম্ভব পছন্দ হয়েছে। আর এটাকে ঘিরে নির্মাণ প্রতিষ্ঠান যে গল্পটি তৈরি করেছে- সেটি আরও দুর্দান্ত। ফলে এটাকে আমি একটা ছোট্ট ফিল্ম হিসেবেই ট্রিট করছি। গানটির শুটিংয়ে আমরা অনেক খেটেছি। চেষ্টা করেছি আবারও যেন মানুষ আমাকে দেখে মুগ্ধ হন। ফলে আমিও অপেক্ষায় আছি। ”

এদিকে গানটির কণ্ঠশিল্পী রনি বলেন, ‘না’ গানটি করলাম এক্সপেরিমেন্ট হিসেবে। আমরা আসলে চেয়েছি চলমান ‘মিউজিক ভিডিও’ ট্রেন্ড থেকে বেরিয়ে এক ধাপ এগুতে। গানের সূত্র ধরে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা তৈরির চেষ্টা ছিল আমাদের মাঝে। বাকিটা শ্রোতা-দর্শকরা বলতে পারবেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র সহযোগিতায় ‘না’ নির্মিত হয়েছে ‘প্রেক্ষাগৃহ’র ব্যানারে। যা চলতি মাসের ২৮ মার্চ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ দেশের প্রায় সব ক’টি টিভি চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন, কোথাও যানজট কোথাও গাড়ির অপেক্ষা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল

সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের

দেহদান করে এখন দুশ্চিন্তায় ঋতুপর্ণা

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ ছিলাম না : মাহফুজ আলম

বিএনপির ১৫ সেপ্টেম্বরের সমাবেশ দুদিন পেছাল

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র বিলাসী প্রকল্প : জ্বালানি উপদেষ্টা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সুইফটের সমর্থন কি নির্বাচনের শেষ খেলা বদলে দেবে

নিজ ঘর থেকে সংস্কার শুরু করতে হবে: সারজিস আলম

সিরিজ খেলতে দুপুরে ভারত যাচ্ছেন ক্রিকেটাররা