শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাকাউন্ট জালিয়াতি হলে গ্রাহককে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :নিজস্ব প্রতিবেদক : ব্যাংক হিসাব থেকে অর্থ জালিয়াতি হলে প্রমাণ সাপেক্ষে তা গ্রাহককে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে- চেক জালিয়াতি করে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ, জালিয়াতি বা প্রতারণার ঘটনা ঘটছে। ব্যাংকের কিছু কর্মকর্তা বা কর্মচারীদের যোগসাজশে এ ধরনের ঘটনা সংঘটিত হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক আশঙ্কা করছে। তাছাড়া চেকের পাতা বা চেক বই চুরি করে, চেক জালিয়াতি বা সিস্টেমের ত্রুটিজনিত ও আইটি সিস্টেমের অপব্যবহারের মাধ্যমে এ ঘটনা সংঘটিত হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক ধারণা করছে।

সাধারণত অর্থ জালিয়াতির ঘটনা উদঘাটিত হওয়ার সাথে সাথে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা করে। কিন্তু মামলা নিষ্পত্তির বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার হওয়ায় নিজস্ব তদন্তে গ্রাহকের সম্পৃক্ত হওয়ার কোনো প্রকার জড়িত থাকার বিষয় প্রমাণিত না হলে তাৎক্ষণিকভাবে গ্রাহকের অর্থ ফেরত দেয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর