মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লেখকের মুখে কালি, দুই অভিযুক্ত গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কর্নাটকের দাভানাগেরেতে লেখকের মুখে কালি ছিটিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, সঙ্ঘ পরিবারের দু’‌জন সমর্থক ওই লেখককে হিন্দু দেবদেবীর বিরুদ্ধে না লেখার জন্য হুমকি দেয়া হয়। তারপরই এই ঘটনা ঘটে।

দাভানাগেরের এসপি ভীমশঙ্কর গুলেড বলেন, ‘‌রবিবার দাভানাগেরের একটি চায়ের দোকানের সামনে লেখক যোগেশ মাস্টারের মুখে ৮–৯ জন যুবক কালি ছিটিয়ে চলে যায়। বির্তকিত কন্নড় উপন্যাস ‘‌ধুন্দি’‌র লেখক যোগেশ মাস্টার কন্নর ট্যাবলয়েড গৌরী লঙ্কেশ পত্রিকা আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন। এ সময় এই ঘটনাটি ঘটে। এর আগে যোগেশকে হিন্দু দেবদেবীদের নিয়ে লেখালেখি বন্ধ করার হুমকিও দেয়া হয়।
যোগেশের মুখে কালি দেয়ার আগে অভিযুক্তরা ‘‌জয় শ্রী রাম’‌ ধ্বনি দেয়। অভিযুক্তদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ’‌

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বই প্রকাশ অনুষ্ঠানে আসা বিশিষ্ট ব্যক্তিরা ও আয়োজকরা প্রতিবাদ মিছিল করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। ২০১৩ সালে স্থানীয় হিন্দু সংগঠনের অভিযোগের ভিত্তিতে যোগেশকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বির্তকিত উপন্যাস ‘‌ধুন্দি’‌তে ভগবান গণেশকে অপমান করে হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর