জঙ্গি হামলার আশঙ্কায় জার্মানিতে শপিং মল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক :জার্মানির এসেন শহরে জঙ্গি হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল শপিং মল। ISIS সেখানে হামলা চালাতে পারে- এমন খবর রয়েছে দেশটির গোয়েন্দাদের কাছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে জানা যায়।
তাছাড়া জার্মানির একটি চলন্ত ট্রেনে কুঠার হামলায় ৭ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ডাসেলডর্ফ থেকে লাফিয়ে ট্রেনে ওঠে এক আততায়ী। ট্রেনের যাত্রীরা কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি কুঠার চালাতে থাকে সে। হঠাৎ ওরকম ঘটতে দেখে আতঙ্কে যাত্রীরা পালাতে শুরু করে। কুঠার হামলায় আহত ৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এর মধ্যে ২ জন নারীও রয়েছেন। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।