মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে টানা বৃষ্টিতে আলুচাষিদের মাথায় হাত

news-image

মুন্সীগঞ্জে টানা তিনদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে স্থানীয় আলুচাষিরা। চলতি মৌসুমে মুন্সীগঞ্জে মোট ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর মধ্যে ১০ হাজার হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে। বাকি ২৯ হাজার ৩০০ হেক্টর জমিতে টানা তিনদিনের বৃষ্টি ও শিলার কারণে দেখা দিয়েছে আলুর পচনসহ ফলন বিপর্যয়। বৃষ্টির কারণে মুন্সীগঞ্জের আলুচাষিরা দুশ্চিন্তায় পড়েছেন।

মুন্সীগঞ্জে জেলার এক-তৃতীয়াংশ কৃষকরা জমিতে আলুর চাষ করেন। সদর উপজেলার কেওয়ার নুরাইতলীর কৃষক আমান উল্লাহ জানান, ৫৪০ শতাংশ জমিতে তিনি আলু চাষ করেছেন। চাষ করা অর্ধেক জমি ভাড়া নেওয়া। জমির ভাড়া, আলুর খরচ, সার, শ্রমিক ও চাষের খরচ মিলিয়ে প্রতি কানি অর্থাৎ ১৪০ শতাংশ জমিতে আলু চাষে খরচ পড়ে এক লাখ ৮০ হাজার টাকা। কিন্তু টানা তিনদিনের বৃষ্টিতে আলুক্ষেত পানিতে ডুবে গেছে। এ জন্য আজ সকাল থেকে সেচ মেশিন দিয়ে জমি থেকে পানি সরানোর কাজ শুরু করেন। এবার আলু চাষে তাঁর ব্যাপক লোকসান হবে।
লৌহজং উপজেলায় খিদিরপাড়া গ্রামের আলুচাষি জামাল হোসেন বলেন, ‘এই বছর সার, বীজ ও কীটনাশকের সমস্যা কাটিয়ে আশার আলো দেখব বলে আলু রোপণ করেছিলাম। এখন পানি সেচের মাধ্যমে সরিয়ে আলু তুলছি। কিন্তু বেশির ভাগ আলুর ক্ষতির হয়েছে। ব্যাংক থেকে ঋণ ও টাকা ধার করে এবার আলু চাষ করেছিলাম। কিন্তু বৃষ্টিই আমাদের সব শেষ করে দিয়েছে। আর সরকারি সাহায্য না পেলে আমরা শেষ হয়ে যাব।’

টঙ্গিবাড়ী উপজেলার কুণ্ডেরবাজারের আলুচাষি আজাদ মোল্লা বলেন, ‘নিম্ন এলাকার জমিগুলো এখনো পানির নিচে রয়েছে। ৪৫ বছর ধরে আলু চাষ করে আসছি, লাভ-লোকসানের হিসাব করেই আলু চাষ করেছিলাম। কয়েক বছর ধরে আশার আলো দেখছি না। শিগগিরই যদি জমি থেকে পানি সরিয়ে আলু না ওঠানো হয়, তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।’
আজাদ মোল্লা জানান, যথাসময়ে বৃষ্টি না হওয়ায় আলুর ফলন কম হয়েছে। এখন আলু উত্তোলনের সময়ে অযথা বৃষ্টি কৃষকের সবচেয়ে বড় চিন্তার বিষয়। অন্যদিকে আলুর দামও কমে গেছে।

জেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান, টানা তিনদিনের বৃষ্টির কারণে নিম্নাঞ্চলের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। জমি থেকে শিগগিরই পানি বের করে আলু তুলতে হবে। বৃষ্টির পরিধি দীর্ঘ হলে জমির আলু বাঁচানো সম্ভব হবে না।

কৃষি কর্মকর্তা জানান, এই মৌসুমে জেলার ছয়টি উপজেলার মোট ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। এর মধ্যে ১০ হাজার হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে। বাকি ২৯ হাজার ৩০০ হেক্টর জমির আলু উত্তোলন বাকি রয়েছে।

এ জাতীয় আরও খবর