সরাইলে ৩ বড় দলের প্রার্থী যারা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে প্রধান তিন রাজনৈতিক দলের চেয়ারম্যান পদের প্রার্থী তালিকা চুড়ান্ত হয়ে গেছে। নৌকা ধানের শীষ ও লাঙ্গল নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন ২৬ প্রার্থী। তবে এখনো অনেক প্রার্থী নিজ ইউনিয়নে দলীয় সভাই করতে পারেননি। আওয়ামীলীগ ও বিএনপি’র মনোনয়ন নিয়ে প্রত্যকটি ইউনিয়নের গ্রামে গঞ্জে চলছে আলোচনা সমালোচনা। জনপ্রিয়তা শুন্যের কোঠায় এবং ৯০ ভাগ লোকে চিনেই না এমন লোককেও দেওয়া হয়েছে মনোনয়ন। উপর মহলের তদবিরে এমন মনোনয়ন দেওয়ার কথা স্বীকার করেছেন দলীয় দায়িত্বশীল পদের লোকজন। বড় দলের প্রার্থী । পাস করাবে সরকার। এ ভরসায় ভোটারদের কাছে একাধিক প্রার্থীকে টেনেও নিতে পারছেন না তৃণমূলের নেতা কর্মীরা। এসব বিষয় নিয়ে প্রার্থী ও কর্মীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। দুঃখে অনেকে উপজেলা সদরে দলীয় সভায় ক্ষোভও ঝারছেন। আ’লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের দিনে রাতে মাঠে দেখা গেলেও বিএনপি দলীয় প্রার্থীদের দেখা মিলে কম। বিএনপি’র জনৈক প্রার্থী বলেই বসলেন “ভাই আতঙ্কে আছি। কারন আচরন বিধি তো শুধু আমাদের জন্য। কোন সময় কি হয় বলা তো যায় না।” তবে গোটা উপজেলায় আ’লীগের কয়েকজন বিদ্রোহী প্রার্থীর মাঠের জনপ্রিয়তায় টেনশনে আছেন উপজেলা ও জেলার নেতারা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নে আ’লীগের ( নৌকা) মোঃ মিজানুর রহমান, বিএনপি’র ( ধানের শীষ) আবদুর রউফ ও জাতীয় পার্টির ( লাঙ্গল) মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া পেয়েছেন মনোনয়ন। পাকশিমুলে আ’লীগের সাইফুল ইসলাম, বিএনপি’র সফর আলী ও জাতীয় পার্টির আবদুল্লাহ ভূঁইয়া। চুন্টায় আ’লীগের মোঃ শাহজাহান মিয়া, বিএনপি’র মোঃ জয়নাল উদ্দিন রাজু ও জাতীয় পার্টির মোঃ জাহাঙ্গীর মিয়া। কালিকচ্ছে আ’লীগের আবু মুছা মৃধা, বিএনপি’র মোঃ তকদির হোসেন ও জাতীয় পার্টির মোঃ সরাফত আলী। সরাইল সদরে আ’লীগের এডভোকেট মোঃ জয়নাল উদ্দিন, বিএনপি’র মোঃ আবদুল জব্বার ও জাতীয় পার্টির মোঃ রহমত হোসেন। নোয়াগাঁও-এ আ’লীগের শেখ মোঃ মুছলেহ উদ্দিন হেলাল, বিএনপি’র আবু মুছা ওসমানী মাসুক ও জাতীয় পার্টির মোঃ আলী নেওয়াজ। পানিশ্বরে আ’লীগের মোঃ দ্বীন ইসলাম, বিএনপি’র মোঃ মাজহারুল ইসলাম খোকন ও জাতীয় পার্টির সাকিব আহমেদ কামাল। শাহবাজপুরে আ’লীগের মোঃ খায়রুল হুদা চৌধুরী বাদল, বিএনপি,র মুন্সি আমান মিয়া। শাহজাদাপুরে আ’লীগের মোঃ শহিদুজ্জামান, বিএনপি’র এডভোকেট মোঃ সোহেল রানা খাদেম ও জাতীয় পার্টির মোঃ সিরাজুল ইসলাম খাদেম পেয়েছেন দলীয় মনোনয়ন। সরজমিনে জানা যায়, আ’লীগের ৯ জন প্রার্থীর মধ্যে অধিকাংশ প্রার্থী এখন পর্যন্ত করেননি ইউনিয়ন আ’লীগের সভা। ৪-৫টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দারুন টেনশনে রয়েছেন স্থানীয় আ’লীগ নেতারা। অনেক জায়গায় সভাপতি সম্পাদক ছাড়া কমিটির অন্য সদস্যদের এখনো দেখা মিলেনি। এ ছাড়া কিছু জায়গায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে দূরত্ব রয়েছে মূল দলের। দল ক্ষমতায় পাস করাবে সরকার এমন ভরসায় রয়েছেন ৩-৪টি ইউনিয়নের প্রার্থী। সর্ব শেষ গত বৃহস্পতিবারের সভায় জেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের বক্তব্যে সরাইলের অনেক প্রার্থী ঘুরছেন ফুরফুরা মেজাজে। ভোটের মাঠে দৌড়ঝাঁপ করছেন জাতীয় পার্টির প্রার্থীরা। আর আতঙ্ক উৎকন্ঠায় নিরবে ভোট চাচ্ছেন বিএনপি’র প্রার্থীরা।