বিপাশা-কর্ণের বিয়ে মার্চেই
বিনোদন ডেস্ক : আগামী মার্চেই নাকি বিয়ে করতে চলেছেন বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার! বি-টাউনে এখন কান পাতলে শোনা যাচ্ছে এই নয়া গুঞ্জন। দীর্ঘ প্রেমের সম্পর্কে এ বার সিলমোহর দিতে চলেছেন ইন্ডাস্ট্রির এই ‘লভ বার্ডস’।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন
২০১৫-তে একত্রে ‘অ্যালোন’ ছবিতে কাজ করেছেন বিপাশা-কর্ণ। মুম্বইতে বিভিন্ন পার্টিতে এক সঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এমনকী ছুটি কাটাতে দেশের বাইরেও গিয়েছেন তাঁরা। যদিও প্রকাশ্যে নিজেদের ‘ভাল বন্ধু’ বলতেই অভ্যস্ত এই জুটি।
জানা গিয়েছে, এত দিন কর্ণ তাঁর প্রাক্তন স্ত্রী জেনিভার উইনগেটের থেকে ডিভোর্স পাচ্ছিলেন না। সে কারণেই বিপাশার সঙ্গে বিয়েতে দেরি হচ্ছিল। এ বার সে বাধা কেটে গিয়েছে। তাই ছাদনাতলায় যেতে আর দেরি করতে চান না কেউই।