ট্রি-ম্যান আবুল অপারেশন থিয়েটারে
নিজস্ব প্রদিবেদক : ‘ট্রি-ম্যান’ আবুল বাজনদারের প্রথম অস্ত্রোপচার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আবুলের স্ত্রী হালিমা দেশবাসীর কাছে আবুলে জন্য দোয়া চেয়েছেন।
এদিকে অপারেশনের জন্য ট্রি-ম্যান আবুল সবার দোয়া চেয়ে বলেছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে উঠি।’
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিরল রোগে আক্রান্ত আবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। প্রথম অস্ত্রোপচারে তার ডান হাতের দুটি আঙুল (বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী) বের করে আনা হবে। আবুলের চিকিৎসায় গঠিত নয় সদস্যের কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল বাজনদারের চিকিৎসায় প্রথমে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। পরে সদস্যসংখ্যা বাড়িয়ে নয় সদস্যের বোর্ড করা হয়েছে। এ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আজ তার প্রথম অস্ত্রোপচার করা হচ্ছে।
এর আগে ডা. সামন্ত লাল সেন জানান, আবুলের এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিমরফিস নামের একটি বিরল রোগে ভুগছেন। এ রোগটি ট্রি-ম্যান সিনড্রোম নামে পরিচিত। বছর দশেক আগে আবুলের হাঁটুর নিচের দিকে ছোট ছোট কয়েকটি কালো রঙের আঁচিল দেখতে পান। এগুলো ধীরে ধীরে তার দুই পা এবং পরে হাতে ছড়িয়ে পড়ে। হাতের আঁচিলগুলো দ্রুত বাড়তে থাকে। এখন দেখতে গাছের শুকনো বাকলের মতো মনে হয়। পাঁচ বছর ধরে আবুল কোনো কাজ করতে পারেন না।
খুলনার পাইকগাছার আবুল বাজনদার (২৬) ১০ বছর ধরে হাতে পায়ে গাছের মতো শেকড় গজানোর বিরল রোগে আক্রান্ত। তার বাবার নাম মানিক বাজনদার। মায়ের নাম আমেনা বেগম। পাইকগাছা বাসস্ট্যান্ডের কাছে তাদের বাড়ি। গত ৩০ জানুয়ারি ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নিতে আসেন তিনি। আবুল এখন ঢামেকের বার্ন ইউনিটের ৫১৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৪ ফেব্রুয়ারি ঢামেক হাসপাতালে আবুলকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি জানান, আবুল বাজনদারের সকল চিকিৎসার খরচ বহন করবে সরকার।