“দেড় হাজার সিসি ক্যামেরা বসবে ডিএনসিসিতে”
নিজস্ব প্রতিবেদক : “মার্চের মধ্যে ৫২০টি উচ্চক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আর জুনের মধ্যে স্থাপন করা হবে আরো এক হাজার ১০০টি ক্যামেরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় অপরাধীদের ধরতে এসব ক্যামেরা স্থাপন করা হবে।” শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে মুকুল ফৌজ মাঠে সবুজ ঢাকা ক্যাম্পেইনে গিয়ে সাংবাদিকদের মেয়র আনিসুল হক এ কথা বলেন।
মেয়র জানান, “পর্যায়ক্রমে ঢাকা উত্তরের সব এলাকায় সিসি ক্যামেরা বসানো হবে।”তিনি জানান, “এখন থেকে নতুন সড়ক, বাসাবাড়ি ও স্কুল নির্মাণের ক্ষেত্রে গাছ লাগানো বাধ্যতামূলক করা হবে। আবর্জনা পরিষ্কার ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”
এসব কাজে রাজধানীর নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি।