ব্রাহ্মণবাড়িয়ায় আইন সহায়তা বিষয়ক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জজ আদালতের সম্মেলণ কক্ষে মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইন সহায়তা বিষয়ক এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওসার। এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার এম,এ মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম রুমা, পিপি মহিউদ্দিন খান মাসুম, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।