ইমাম প্রি-ক্যাডেট স্কুলে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের সংবর্ধনা
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া কসবায় ইমাম প্রি-ক্যাডেট স্কুলে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের ১৬ জুন মঙ্গলবার বেলা ২ টায় সংবর্ধনা দেয়া হয়। ২০১৫ সালে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ফারুক আহমেদ এএলটি। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার এবিএম আবুল হাশেম, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস সম্পাদক নিয়াজ মুহাম্মদ কাজল, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর আনিছুর রহমান, হোস্টেল সুপার আ: হান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস সহ-সভাপতি ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, কসবা উপজেলা স্কাউট ভারপ্রাপ্ত কমিশনার আয়েশা বেগম ও সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন।
অতিথিগণ বলেন, ইমাম প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে সুনাম অর্জন করে আসছে। এ প্রতিষ্ঠান থেকে এ যাবত ৫৪ জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। তাদের কেউ কেউ ভারত সফরও করেছে।
অনুষ্ঠানে ২০১৪ সালে শাপলা কাব অর্জনকারী ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়।