ইয়েমেন আল-কায়েদা প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল সহযোগীরা
আন্তর্জাতিক ডেস্ক : ওসামা বিন লাদেনের এক সময়ের সহযোগী আল কায়েদার আরব উপদ্বীপ শাখা একিউএপি-এর প্রধান নাসের আল উহাইশি সম্ভাব্য মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেন আল কায়েদা।
মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দুই সহযোগীসহ উহাইশির মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, ইয়েমেন আল-কায়েদার উপপ্রধান কাশিম আল রিমিকে নতুন নেতা ঘোষণা করা হয়েছে।
উহাইশির মৃত্যু লাদেন প্রতিষ্ঠিত আল কায়েদার অন্যতম সক্রিয় শাখা একিউএপি-র জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হবে বলে ধারণার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। উহাইশির নেতৃত্বেই আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা ছাড়াও গোষ্ঠীটি ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি হেবদোতে হামলা চালানোর দায় স্বীকার করেছিল সংগঠনটি।
শুক্রবার পূর্ব ইয়েমেনের হাদ্রামউত এলাকায় হামলাটি চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
উহাইশি ছিলেন আল-কায়েদার ইয়েমেন শাখার প্রধান এবং পুরো আল-কায়েদার সেকেন্ড ইন-কমান্ড। ২০০৬ সালে ইয়েমেনের কারাগার থেকে পালিয়ে যান এবং ২০০৯ সালে ইয়েমেনের আল-কায়েদা প্রধানের দায়িত্ব পান তিনি। তিনি ওসামা বিন লাদেনের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।