বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোজার মধ্যে পোশাককর্মীদের বেতন-বোনাস দেওয়ার দাবি

news-image

ক্যাম্পাস প্রতিবেদক পোশাককর্মীদের বেতন ও ঈদ বোনাস ২০তম রোজার মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, যাতে শ্রমিকরা নির্ঝাঞ্ঝাটে ঈদ উদযাপন করতে পারেন।
প্রতি বছর ঈদের আগে পাওনা নিয়ে তৈরি পোশাক শিল্পে অসন্তোষের প্রেক্ষাপটে এবার রমজান শুরুর এক সপ্তাহ আগে সোমবার এক মানববন্ধন থেকে এই দাবি জানায় শ্রমিক সংগঠনটি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, “প্রতি বছরই ঈদের আগে শ্রমিকদের বোনাস-বেতন নিয়ে মালিকপক্ষ টালবাহানা করে। তারা ঈদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে, কিন্তু শ্রমিকদের বেতন-বোনাস সঠিকভাবে পরিশোধ করে না।

“আমরা শ্রমিকরা পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ পালন করতে চাই। কিন্তু আমরা তা করতে পারি না ওই বেতন-বোনাসের জন্য।”

সমাবেশে বক্তারা পোশাক শ্রমিকদের এক মাসের মূল মজুরির সমান বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবি জানানো হয়।

তারা শ্রমিকদের পাওনা পাওয়া নিশ্চিত করতে সরকারকেও সজাগ থাকার অনুরোধ জানান।

রুহুল আমিন বলেন, “আমরা যেভাবে কাজ করি, তাতে ঈদে অন্তত সরকারের বেতন-বোনাস নিয়ে ভালো ভূমিকা থাকার কথা। কিন্তু সেই দায়িত্ব সরকার সঠিকভাবে পালন করে না।”

মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি জিয়াউল করিম জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জলি তালুকদার, বকুল রায় বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর