প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়া
ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রীকে আগামী ২১ জুন ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার সকালে বেগম খালেদা জিয়ার দাওয়াতপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। দাওয়াতপত্রটি বিএনপির মূখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে পৌঁছে দেন।
রমজান মাসে রাজনৈতিকদলগুলো ইফতার পার্টির আয়োজন করে থাকে। আর এসব আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, কূটনীতিক থেকে শুরু করে আমন্ত্রিত নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।
ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া দাওয়াত দেয়ার পর দুই নেত্রীর ইফতার পার্টিতে দেখা হওয়ার ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা আগ্রহী হয়ে উঠেছেন। বাংলাদেশের প্রধান দুটি বড় রাজনৈতিক দলের এ দুই নেত্রী তিন বার প্রধানমন্ত্রী ছিলেন। তাদের প্রতি ব্যাপক জনসমর্থন থাকায় রাজনৈতিক সংকট নিরসনে এ দুই নেত্রী কথা বলতে পারলে সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে।