আশুগঞ্জে তোষের আগুনে জ্বলছে আওয়ামীলীগ
নিজস্ব প্রতিবেদক : তোষের আগুনে জ্বলছে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। দেশের আওয়ামীলীগের দুর্গ্য হিসাবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এখন দুই ভাগে বিভক্ত। এখানে জেলা আওয়ামীলীগ ঘোষিত এক কমিটি ও তৃর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামীলীগের আরেক কমিটি। উপজেলা সদরে রয়েছে দুই গ্রুপের দুইটি দলীয় অফিস। কার্যক্রম চলে দুই ভাগে। আগামী সেপ্টেম্বর মাসে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা বলছে জেলা আওয়ামীলীগ। আর সম্মেলনের আগেই দলকে ঐক্যবদ্ধ করতে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কোন্দলের নিরসনের জন্য একটি উদ্যোগও নেয়া হয়েছে। ইতিমধ্যে এ জন্য ৩ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
জানাযায় আশুগঞ্জে আওয়ামীলীগের প্রকাশ্যে দলীয় কোন্দল শুরু হয় ২০১৩ সালে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে নিয়ে। সম্মেলনে তৃর্ণমূল ভোটে সভাপতি পদে হাজী ছফিউল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক পদে মো.হানিফ মুন্সি বিজয়ী হয়েছিলেন। কমিটি হওয়ার পর থেকে পরাজিত সভাপতি প্রার্থী হাজী ফিরোজ মিয়া ও সাধারন সম্পাদক আবু নাছের আহম্মেদ নির্বাচিত কমিটি বিরোধিতা করেছিলেন। এই দুই জনে মিলে তৎকালীন সময়ে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার জন্য জেলা আওয়ামীলীগ বরাবর আবেদনও করে ছিলেন। এভাবে শুরু হয় গ্রুপিং। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী নির্দেশে মহাজোট প্রার্থী পক্ষে কাজ করেন সাধারণ সম্পাদক পদে হানিফ মুন্সি। আর বাকি সব জেলার এক র্শীষ নেতার নিদের্শে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। নির্বাচনে মহাজোট প্রার্থী এড.জিয়াউল হক মৃধা জয়ী হয়েছিলেন। আর এই নিয়ে গ্রুপিং প্রকাশ্যে ধারণ করে। তারপর একই বছর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগের ৪জন নেতা দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য আবেদন করে। পড়ে তৃর্ণমূল কাউন্সিল ভোটে দলীয় মনোনয়ন পান মো. হানিফ মুন্সি । নির্বাচনে যিনি দলীয় মনোনয়ন পাবেন তার পক্ষে সবাই কাজ করবেন। এমন অঙ্গিকার থাকলেও তা বাকি ৩ জন কেউই তা মানেনি। এমনকি দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনিছুর রহমান বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করেন। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রভাবশালি অনেক নেতা দলীয় প্রার্থীর সরাসরি বিরোধিতা করেন। পাশপাশি বিএনপি মনোনীত প্রার্থী আবু আসিফ আহমেদ ও বিদ্রোহী প্রার্থী মো.আনিছুর রহমার’র পক্ষে অনেকে সরাসরি কাজ করেন। এমনকি তৎকালীন সভাপতি হাজী ছফিউল্লাহ মিয়াও নির্বাচন কালীন সময়ে দল থেকে পদত্যাগ করে ছিলেন। নির্বাচনে সামান্য ভোটে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. হানিফ মুন্সি পরাজিত হয়। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী পরাজয় নিয়ে জেলা আওয়ামীলীগ একটি তদন্ত কমিটি গঠন করলেও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে দিয়েই একটি আহবায়ক কমিটি গঠন করে জেলা আওয়ামীলীগ। এ নিয়ে তৃণর্মূল পর্যায়ে ক্ষোভে আরও একটি পাল্টা আহবায়ক কমিটি গঠন করে তৃর্ণমূল আওয়ামীলীগ।
ফলে এদিকে জেলা আওয়ামীলীগ ঘোষিত আশুগঞ্জ উপজেলা আহবায়ক কমিটিতে হাজী মো. ছফিউল্লা মিয়া নেতেৃত্বে আর অন্যটি তৃর্ণমূল ঘোষিত হাজী মাহবুবুর রহমান’র নেতেৃত্বে। এভাবে দুই কমিটিতে চলছে এখন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। এখন দলীয় কর্মসূচি এবং সভা ও সমাবেশও চলে দুই কমিটিতে। দলীয় গ্রুপিং প্রকট হওয়ায় উপজেলা শহরে বেশ কয়েকবার ১৪৪ ধারা জারির ও ঘটনা ঘটেছে। উপজেলা আওয়ামীলীগের এই কোন্দল নিরসনের জন্য ৩ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সায়েদ লাল মিয়াকে প্রধান করে। বাকী সদস্যরা হলেন চর চারতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আইয়ুব খান ও আওয়ামীলীগ নেতা জিয়াউল করিম খান সাজু। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামীলীগের এক প্রভাবশালি নেতা জানান জেলার এক র্শীষ নেতা চাইলে একদিনেই আশুগঞ্জের আওয়ামীলীগের কোন্দল নিরসন করা সম্ভব। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক মো.হানিফ মুন্সি জানান উপজেলা পরিষদ নির্বাচনে কারা বিরোধিতা করে ছিল। তা উপজেলা সকল আওয়ামীলীগের নেতাকর্মিরা তা জানে এবং তারা প্রত্যক্ষ স্বাক্ষী।
তবে এ ব্যাপারে সমন্বয় কমিটির অন্যতম সদস্য উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু বলেন কোন্দল নিরসনে উভয় পক্ষের সাথে আলোচনা চলছে। আশা করি দ্রুত সমঝোতায় পৌছতে পারব।