নাসিরনগরে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার নাসিরনগর : নাসিরনগরে গাছ থেকে পড়ে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্র রহমান মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রহমান মিয়া নাসিরনগর সদরের পশ্চিমপাড়ার মো: রমজান মিয়ার ছেলে। আজ শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রহমান মিয়া নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চর্তুথ শ্রেণীর ছাত্র ছিল। পরিবারের লোকজন জানায়, শুক্রবার বিকালে জাম পাড়ার জন্য গাছে ওঠে রহমান। পাকা জাম পাড়তে গিয়ে অসাবধানতা বসত গাছের মগডাল থেকে পড়ে আহত হয় । পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশংকাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।